East Bengal: অভিযান শুরু শুক্রবার, আইএসএলের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করল ইস্টবেঙ্গল
Indian Super League: আগামী ৭ অক্টোবর কোচিতে কেরল ব্লাস্টার্স এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে লাল হলুদ শিবির।
কলকাতা: আইএসএলের (ISL) জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। তিনজন গোলকিপার, ৯ জন ডিফেন্ডার, ১১ জন মিডফিল্ডার ও চারজন ফরওয়ার্ডকে দলে রাখা হয়েছে। আগামী ৭ অক্টোবর কোচিতে কেরল ব্লাস্টার্স এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে লাল হলুদ শিবির।
আসন্ন আইএসএলের প্রস্তুতি সারতে গত শুক্রবার অনুশীলন ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল ক্লাব। প্রতিপক্ষ ছিল আই লিগের ক্লাব রিয়াল কাশ্মীর। এআইএফএফের 'সেন্টার ফর এক্সেলেন্সের' মাঠে কাশ্মীরকে কার্যত উড়িয়ে দেয় ইস্টবেঙ্গল। ৩-০ ব্যবধানে তারা হারায় কাশ্মীরকে। যা আইএসএল শুরুর আগে যথেষ্ট আত্মবিশ্বাসী করে তুলবে ইস্টবেঙ্গল শিবিরকে।
View this post on Instagram
গোলকিপার: পবন কুমার, কমলজিৎ সিংহ ও নবীন কুমার।
ডিফেন্ডার: সার্থক গোলুই, মহম্মদ রকিপ, ইভান গঞ্জালেস, চারালাম্বোস কিরিয়াকু, অঙ্কিত মুখোপাধ্যায়, লালচুংনুঙ্গা, জেরি লালরিনজুয়ালা, প্রীতম কুমার সিংহ ও নবি হুসেন খান।
মিডফিল্ডার: অমরজিৎ সিংহ কিয়াম, তুহিন দাস, অ্যাঙ্গুসানা ওয়াহেংবাম, অ্যালেক্স লিমা, শৌভিক চক্রবর্তী, জর্ডান ও'ডোহার্টি, মহেশ সিংহ নাওরেম, মোবাশির রহমান, অনিকেত যাদব, সুমিত পাসি ও হিমাংশু জাংড়া
ফরওয়ার্ড: এলিয়ান্দ্রো, ক্লেইটন সিলভা, সেম্বোই হাওকিপ ও ভি পি সুহের।
View this post on Instagram
আরও পড়ুন: দশেরার উৎসব বাতিল করে অসুস্থ ডোনাকে দেখতে হাসপাতালে সৌরভ