এক্সপ্লোর
Advertisement
ডার্বি উত্তাপ বাড়ছে, দুই প্রধানে প্রস্তুতি তুঙ্গে
কলকাতা: ডার্বির আগে কলকাতায় কথা নয়! ধনুকভাঙা পণ মোহনবাগান কোচ সঞ্জয় সেনের। বাগান কোচের সাফ কথা, শিলিগুড়িতে ডার্বি ম্যাচের আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সেই দল নিয়ে মুখ খুলবেন। দলগঠন নিয়ে কথা বলবেন। শুধু বাগান কোচই নন, সোনি নর্ডি থেকে বলবন্ত সিংহ প্রত্যেকেই মুখে কুলুপ এঁটেছেন।
বৃহস্পতিবারের অনুশীলনে মূলত সেটপিস থেকে গোলের উপরেই নজরদারি ছিল কোচ সঞ্জয়ের। কর্তা থেকে কোচ-মুখে বলছেন আই লিগ খেতাব জিততে হলে বাকি পাঁচটি ম্যাচই ফাইনাল। কিন্তু গুরুত্বের নিরিখে ডার্বি যে অনেকটাই এগিয়ে রয়েছে, তা বডি ল্যাঙ্গোয়েজেই স্পষ্ট। অনুশীলন দেখতে আসা সমর্থকদের মধ্যে ডার্বি জয়ের আবদার। তবে দলের অন্দরমহল সূত্রের খবর, দলের উপর অযথা চাপ বাড়াতে চান না ক্লাব কর্তারা।
অন্যদিকে, শুক্রবার শিলিগুড়ি রওনা হওয়ার আগে ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মরগ্যানের স্ট্র্যাটেজি ক্লোজড ডোর অনুশীলন। বাগান-কোচের একেবারে উল্টো। ডার্বির আগে পর্যন্ত নিজের লুকোনো স্ট্র্যাটেজি দেখাতে চান না ব্রিটিশ কোচ। লাল-হলুদ শিবিরে সুখবর, চোট সারিয়ে অনেকটাই ফিট ওয়েডসন। প্লাজা-পেইনরা ফর্মে ফিরছেন। তবে ডার্বিতে বাগান বধের স্ট্র্যাটেজি ঠিক কী, সেটা ৯ তারিখ বিকেলেই ঝুলি থেকে বার করতে চান মরগ্যান।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement