এক্সপ্লোর
Advertisement
চার্চিলের সঙ্গে ড্র দিয়ে ফেড কাপ শুরু ইস্টবেঙ্গলের
কটক: ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে এগিয়ে গিয়েও চার্চিল ব্রাদার্সের সঙ্গে ড্র করল ইস্টবেঙ্গল। ৬৬ মিনিটে বিপক্ষের তিন ডিফেন্ডারকে টপকে অনবদ্য গোল করে লাল-হলুদ ব্রিগেডকে এগিয়ে দেন ওয়েডসন। কিন্তু ৮০ মিনিটে সেই গোল শোধ করে দেন চার্চিলের ক্রোমা। শেষদিকে দু দলই সুযোগ পেয়েছিল, কিন্তু আর গোল হয়নি।
এদিন উইলিস প্লাজাকে সামনে রেখে ৪-২-৩-১ ফর্মেশনে খেলা শুরু করে ইস্টবেঙ্গল। শুরু থেকেই চার্চিল রক্ষণকে ব্যস্ত রাখছিলেন প্লাজা। কিন্তু আদিল খান অসাধারণ খেলায় গোল পাননি ত্রিনিদাদ ও টোব্যাগোর স্ট্রাইকার। উল্টোদিকে, অ্যান্টনি উলফ মাঝেমধ্যেই লাল-হলুদ রক্ষণে হানা দিচ্ছিলেন। ৩৯ মিনিটে কুঁচকির চোটের জন্য উঠে যেতে বাধ্য হন উলফ। প্রথমার্ধে কোনও গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল করার চেষ্টা করতে থাকেন ওয়েডসনরা। ৬৬ মিনিটে কাঙ্খিত গোল আসে। ৭৩ মিনিটে আরও একটি সুযোগ পেয়েছিলেন ওয়েডসন। কিন্তু এবার তিনি জালে বল জড়াতে ব্যর্থ হন। ৮০ মিনিটে গোল শোধ করেন ক্রোমা। শেষদিকে গোলের সুবর্ণ সুযোগ হারান পরিবর্ত রবিন সিংহ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement