East Bengal FC: বয়স ভাঁড়ানোর গুরুতর অভিযোগ, নির্বাসিত ইস্টবেঙ্গলের জুনিয়র দল
Red And Gold: আধার কার্ড জাল করে অঙ্কিত কর নামে এক ফুটবলারকে খেলানোর অভিযোগ ওঠে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। বয়স ভাঁড়ানোর অভিযোগে ফেডারেশনের কাছে অভিযোগ জমা করে মোহনবাগান।
কলকাতা: ফুটবল মাঠে বয়স ভাঁড়ানোর গুরুতর অভিযোগ। যার জেরে ধাক্কা খেতে হল শতাব্দীপ্রাচীন ক্লাবকে।
অনূর্ধ্ব ১৭ আই লিগ থেকে নির্বাসিত হয়ে গেল ইস্টবেঙ্গল (East Bengal)। ২০২৩-২৪ মরসুমে জাতীয় লিগে আর খেলতে পারবে না ইস্টবেঙ্গলের জুনিয়র দল। বয়স ভাঁড়ানোর অভিযোগে অনূর্ধ্ব ১৭ আই লিগ থেকে বহিষ্কার করা হল ইস্টবেঙ্গলকে। এর ফলে লাল হলুদের অনূর্ধ্ব ১৭ দল আই লিগে আর একটি ম্যাচও খেলতে পারবে না।
অনূর্ধ্ব ১৭ আই লিগে গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। কিন্ত নক আউট পর্বে উঠলেও ইস্টবেঙ্গল নির্বাসিত হওয়ায় তাদের পরিবর্তে কপাল খুলে গেল অন্য একটি দলের। ইস্টবেঙ্গলের পরিবর্ত হিসাবে নক আউট পর্বে সুযোগ পাবে ইউনাইটেড স্পোর্টস।
ইস্টবেঙ্গল নির্বাসিত হওয়ায় গ্রুপের শীর্ষে থেকে পরের রাউন্ডে যাচ্ছে মোহনবাগান (Mohun Bagan)। কারণ, ডার্বি ম্যাচের তিন পয়েন্ট দেওয়া হয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে। এর পাশাপাশি ইউনাইটেড স্পোর্টস সুযোগ পাচ্ছে পরের পর্বে খেলার।
মোহনবাগানের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেই তদন্তের ভিত্তিতে পয়েন্টও কেটে নেওয়া হয়েছিল ইস্টবেঙ্গল যুব দলের। তবে এবার লাল-হলুদকে নির্বাসনে পাঠিয়ে কড়া পদক্ষেপ করল সর্বভারতীয় ফুটবল সংস্থা। বড় লজ্জার মুখে পড়তে হল ইস্টবেঙ্গলকে।
কী হয়েছিল? আধার কার্ড জাল করে অঙ্কিত কর নামে এক ফুটবলারকে খেলানোর অভিযোগ ওঠে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। বয়স ভাঁড়ানোর অভিযোগে ফেডারেশনের কাছে অভিযোগ জমা করে মোহনবাগান। এরপরই তদন্ত শুরু হয়। সেই তদন্তে আগেই অভিযুক্ত ফুটবলারকে চার বছরের জন্য নির্বাসিত করেছিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। সেই বিতর্কিত ডার্বি ম্যাচের পর, আর সেই ফুটবলারকে খেলায়নি ইস্টবেঙ্গল। কিন্তু তাও শাস্তি এড়ানো গেল না।
আরও পড়ুন: অভিযোগ জমা পড়েছিল আগেই, কালি ছেটানোর চেষ্টা! গড়াপেটা কাণ্ডে পাল্টা বিস্ফোরণে তোলপাড়
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে