Hayden On Cummins: ল্যাঙ্গারের কোচের পদ থেকে সরে যাওয়ার ঘটনায় কামিন্সকে তোপ হেডেনের
Hayden On Cummins: আর এরপর থেকেই দল ও ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ডের প্রতি একে একে আঙুল তুলেছেন একাধিক প্রাক্তন অজি তারকা। সেই তালিকায় নতুন সংযোজন ম্যাথু হেডেন।
![Hayden On Cummins: ল্যাঙ্গারের কোচের পদ থেকে সরে যাওয়ার ঘটনায় কামিন্সকে তোপ হেডেনের Emotional Hayden tears into Cummins, AUS players after Langer quits as head coach Hayden On Cummins: ল্যাঙ্গারের কোচের পদ থেকে সরে যাওয়ার ঘটনায় কামিন্সকে তোপ হেডেনের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/05/e6bb595579987a474513575aaa39e0dd_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মেলবোর্ন: ক্রিকেট অস্ট্রেলিয়া তোলপাড়। কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। আর এরপর থেকেই দল ও ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ডের প্রতি একে একে আঙুল তুলেছেন একাধিক প্রাক্তন অজি তারকা। সেই তালিকায় নতুন সংযোজন ম্যাথু হেডেন। শুধু বোর্ড নয়। একেবারে অজি টেস্ট দলের অধিনায়ক প্য়াট কামিন্সকেই নিশানা করেছেন প্রাক্তন বিধ্বংসী অজি ওপেনার। ল্যাঙ্গারের পাশে অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্সও ছিলেন না বলে অভিযো করলেন হেডেন। তিনি জানান, ''ল্যাঙ্গারের পাশে কেউ দাঁড়ায় নি। দলের অধিনায়ক কামিন্সকে এই কোচ ইস্যু নিয়ে কিছুই বলতে শোনা যায়নি। তার মানে অধিনায়ক কোচের পাশে নেই। আমার মনে হয় না এই ঘটনাটা ভালো ভাবে মেনে নিতে পারবে ল্যাঙ্গার। খুবই বেদনাদায়ক। গত বছরের শীতের সময় থেকে দলের মধ্যে সমস্যা দানা বাঁধতে শুরু করেছিল। ল্যাঙ্গারের কোচিং স্টাইল নিয়ে কথা শুরু হয়েছিল। তখনই বোঝা যাচ্ছিল, পরের। চিত্রনাট্য কি লেখা হয়েছে। কিন্তু প্যাট, আমি অত্যন্ত দুঃখিত। ল্যাঙ্গারের সঙ্গে এমন করা কখনওই উচিত হয়নি।''
এর আগে রিকি পন্টিংও মুখ খুলেছিলেন এই ইস্যুতে। বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক বলেন, ''আমি মনে করি অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য খুব খারাপ একটি দিন। পিছন ফিরে তাকালো দেখা যাবে, শেষ ৬ মাস মোটেই ভালো যাচ্ছিল না। ক্রিকেট অস্ট্রেলিয়া যেভাবে ল্যাঙ্গার আর টিম পেনকে নিয়ে অবস্থান নিল, তা মোটেই ভালো লাগেনি। দুজনই অস্ট্রেলিয়া ক্রিকেটের সম্পদ। বোর্ড অবস্থা সামাল দিতেই পারেনি।''
উল্লেখ্য, এদিনই অস্ট্রেলিয়া পুরুষ দলের কোচ পদ থেকে সরে দাঁড়ালেন জাস্টিন ল্যাঙ্গার। তিনি পদত্যাগপত্র পাঠিয়েছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়াকে। বোর্ডের পক্ষ থেকে তা গৃহীতও করা হয়েছে। ৪ বছর স্মিথ, কামিন্সদের কোচের পদে দায়িত্ব সামলেছেন প্রাক্তন এই অজি তারকা। তাঁর কোচিংয়ে গত অ্যাশেজে ৪-০ ব্যবধানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। এমনকী টি-টোয়েন্টি বিশ্বকাপও প্রথমবারের জন্য ঘরে তোলে ফিঞ্চ বাহিনী।
তিন সপ্তাহ পর পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া। সেই সিরিজের আগেই সরে দাঁড়ালেন ল্যাঙ্গার। মনে করা হচ্ছে যে, ল্যাঙ্গারের অনুপস্থিতিতে সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড কোচিংয়ের দায়িত্ব নিতে পারেন। ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ম্যাকডোনাল্ডকে দায়িত্ব হস্তান্তরের পরিকল্পনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)