Krunal Pandya: কোহলিরা যে মাঠে টেস্ট খেলছেন, সেটাই হতে চলেছে ক্রুণালের ঘরের মাঠ, কীভাবে ?
Indian Cricket News: ওয়ারউইকশায়ার ওয়ান ডে চ্যাম্পিয়নশিপের জন্য সই করিয়েছে বঢোদরার অলরাউন্ডারকে। ইংল্যান্ডের কাউন্টি দল ওয়ারউইকশায়ারের ঘরের মাঠ এজবাস্টনই।
আমদাবাদ: শুক্রবার থেকে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলছে বিরাট কোহলি (Virat Kohli), যশপ্রীত বুমরা-রা (Jasprit Bumrah)। সেই এজবাস্টনই এবার ঘরের মাট হতে চলেছে ক্রুণাল পাণ্ড্যর (Krunal Pandya)!
কীভাবে?
কারণ ওয়ারউইকশায়ার (Warwickshire) ওয়ান ডে চ্যাম্পিয়নশিপের জন্য সই করিয়েছে বঢোদরার অলরাউন্ডারকে। ইংল্যান্ডের কাউন্টি দল ওয়ারউইকশায়ারের ঘরের মাঠ এজবাস্টনই।
ইদানীং ভারতীয় দলে (Team India) সুযোগ পাচ্ছেন না। আইপিএল (IPL 2022) ও ঘরোয়া মরসুম (BCCI Domestic) শেষ হয়ে গিয়েছে। তাই ফিটনেস বজায় রাখতে এ বার বিলেতে পাড়ি দিলেন হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) দাদা ক্রুনাল (Krunal Pandya)। কাউন্টি দল ওয়ারউইকশায়ারে (Warwickshire) যোগ দিলেন তারকা অলরাউন্ডার। ১ জুলাই ওয়ারউইকশায়ারের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে এই চুক্তির কথা ঘোষণা করা হয়েছে।
वारविकशायर में आपका स्वागत है
— Bears 🏏 (@WarwickshireCCC) July 1, 2022
Welcome to Warwickshire, @krunalpandya24. 🤝
The all-rounder is available for the entire 2022 Royal London Cup campaign.
📝 https://t.co/w0ANGZhGPN
🐻#YouBears pic.twitter.com/B4qSrDKKpk
Quality
— Carlos Brathwaite (@CRBrathwaite26) July 1, 2022
Welcome @krunalpandya24 🐻 https://t.co/0rWjKxUTzg
নতুন দলে যোগ দিয়ে উচ্ছ্বসিত ক্রুণাল। ওয়ারউইকশায়ারের ঘরের মাঠ এজবাস্টন। সেখানে খেলার জন্য় মুখিয়ে রয়েছেন এই অলরাউন্ডার। ক্রুনাল বলেন, "কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ এবং বিশেষ ওয়ারউইকশায়ারের মতো ঐতিহাসিক এক দলে যোগ দিতে পারায় আমি ভীষণ খুশি। এজবাস্টন ক্রিকেট খেলার একটি দারুণ ভেন্যু এবং সেই মাঠে খেলতে নামার জন্য মুখিয়ে আছি। আশা করি একদিনের প্রতিযোগিতায় ভাল পারফরম্যান্স করতে পারব।"
তাঁকে স্বাগত জানিয়েছেন কার্লোস ব্র্যাথওয়েট। যিনি ওয়ারউইকশায়ারের হরয়ে খেলেন। ক্যারিবিয়ান তারকা লিখেছেন, 'দুর্দান্ত এক ক্রিকেটারকে স্বাগত জানাই'।
আরও পড়ুন: ডায়মন্ড লিগ রুপো-জয়, নিজের জাতীয় রেকর্ড ভাঙলেন নীরজ !