তৃতীয় একদিনের ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ২-১ ব্যবধানে দখল করল ইংল্যান্ড

লিডস: তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারিয়ে তিন-ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে দখল করল ইংল্যান্ড। এদিন লিডসে ভারতের রাখা ২৫৭ রানের লক্ষ্যমাত্রা অতি সহজেই পার করে ইয়ন মর্গ্যান-বাহিনী।
এদিন ইংল্যান্ডের জয়ে বড় ভূমিকা নেন জো রুট ও অধিনায়ক মর্গ্যান। রুট এদিন ৬ মেরে জয়সূচক রানের পাশাপাশি নিজের শতরান সম্পন্ন করেন। তিনি অপরাজিত থাকেন ১০০ রানে। অন্যপ্রান্তে, ৮৮ রানে অপরাজিত থাকেন মর্গ্যানও। তৃতীয় উইকেটে এই জুটি অপরাজিত ১৮৬ রান যোগ করেন।
এর আগে, ইংল্যান্ডের ইনিংসে ঝোড়ো শুরু করেন বেয়ারস্টো। মাত্র ১৩ বলে ৩০ রানের ইনিংস খেললেও, ইংল্যান্ডের রান তাড়ার গতিতা তিনিই দিয়ে যান। যার ওপর ভর করে ৩৩ বল বাকি থাকতেই রুট ও মর্গ্যান দলের জয় নিশ্চিত করেন।
প্রথম ম্যাচে কোহলি-ব্রিগেড জিতলেও দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতা ফিরিয়ে এনেছিল ইংল্যান্ড। যার ফলে, আজকের ম্যাচটি কার্যত সিরিজ নির্ণায়ক ম্যাচে পরিণত হয়। এদিন টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান মর্গ্যান।
শুরুটা একদমই ভাল হয়নি ভারতের। এদিন একেবারেই ছন্দে ছিলেন না রোহিত শর্মা। তিনি ১৮ বল খেলে মাত্র ২ রান করেন। তবে, অপর প্রান্ত ছন্দে ছিলেন শিখর ধবন। দুর্ভাগ্যবশত, তিনি ৪৪ রানে রাইন-আউট হন।
বিরাট কোহলি কিছুটা লড়াই করার চেষ্টা করেন। তিনি ৭২ বলে ৭১ রান করেন। শুরুটা ভাল করেও, আউট হন দীনেশ কার্তিক (২১)। কোহলির সঙ্গে ভারতের স্কোর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন এম এস ধোনি (৪২)। কিন্তু, তা যথেষ্ট ছিল না।
নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট খুইয়ে ২৫৬ রানই তুলতে সক্ষম হয় কোহলি-ব্রিগেড। ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন উড ও রশিদ।






















