IND vs ENG: দুর্বল রুটদের বিরুদ্ধে বাকি ৩ ম্যাচেও জয়ের সম্ভাবনা দেখছেন গাওস্কর
ভারতীয় দলের ইংল্য়ান্ড সফরে পারফর্ম দেখার পর সুনীল গাওস্কর মনে করছেন বাকি তিন টেস্টেও জয় ছিনিয়ে নেবে বিরাট বাহিনী। এমনকী ইংল্যান্ডের পারফরম্যান্সকে খোঁচা দিয়ে 'টু ম্যান টিম' বলেও সম্বােধন করেছেন।
লর্ডস: প্রথম টেস্টে জয়ের দোরগোড়া থেকে ড্র। দ্বিতীয় টেস্টে দুর্দান্ত জয়। ভারতীয় দলের ইংল্য়ান্ড সফরে পারফর্ম দেখার পর সুনীল গাওস্কর মনে করছেন বাকি তিন টেস্টেও জয় ছিনিয়ে নেওয়া উচিত বিরাট বাহিনীর। এমনকী ইংল্যান্ডের পারফরম্যান্সকে খোঁচা দিয়ে 'টু ম্যান টিম' বলেও সম্বােধন করেছেন। ৫ ম্যাচের সিরিজে ভারত ৪-০ ব্যবধানে জয় পাবে বলে মনে করেন তিনি।
লর্ডসে ভারতের জয়ের পর এক সাক্ষাৎকারে গাওস্কর বলেন, 'ইংল্য়ান্ড টু ম্যান টিম। ওদের শুধুমাত্র জো রুট ও জিমি অ্যান্ডারসন রয়েছে প্রতিরোধ গড়ার মতো। সম্মানের সঙ্গে বলতে চাই এই দলকে দেখে কখনওই মনে হচ্ছে না যে এটা সঠিক টেস্ট দল। যারা যারা খেলছেন তাঁদেরও দায়িত্বশীল মনে হচ্ছে না।'
ভারতের পেস অ্যাটাকের সামনে রীতিমতো নাস্তানাবুদ হতে হয়েছে ইংল্য়ান্ডের ব্যাটিং লাইন আপকে। রুট ছাড়া কেউই লর্ডসে ২ ইনিংসে রান পাননি। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সানি আরও বলেন, 'ওদের ব্যাটসম্যানদের টেকনিক সত্যিই ভীষণ ভয়াবহ। ওপেনিং ব্যাটসম্যানদের টেকনিক হাস্যকর। ওদের তিন নম্বর ব্যাটসম্যান হাসিব হামিদকে দেখে ভীষণ নার্ভাস লেগেছে। রুট ও বেয়ারস্টোই একমাত্র লড়াই দেওয়ার মতো। যদি ওরা না খেললে গোটা দলে আর কিছুই নেই। বাটলার অসাধারণ সাদা বলের ক্রিকেটার। কিন্তু লাল বলের ক্রিকেটে ওর কার্যকরীতা নিয়ে আমার সন্দেহ রয়েছে।'
লর্ডসে রূপকথার জয় ছিনিয়ে নিয়েছে ভারত। ইংরেজ প্রতিরোধ গুঁড়িয়ে ১৫১ রানে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে নিয়েছে বিরাট কোহলিরা। চতুর্থ ইনিংসে ২৭২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ১২০ রানে অল আউট হয়ে যায় বিরাট বাহিনী। ম্যাচে শতরান হাঁকিয়েছেন কে এল রাহুল। দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করেন ভারতের রাহানে ও শামি। ইংল্য়ান্ডের জো রুট শতরান হাঁকিয়েছিলেন প্রথম ইনিংসে। তবে তাঁর শতরান দলের কোনও কাজে আসেনি। আগামী ২৫ অগাস্ট থেকে হেডিংলেতে তৃতীয় টেস্টে খেলতে নামবে ২ দল।