Jonny Bairstow Injury Update: সফল হয়েছে অস্ত্রোপ্রচার, নিজের চোটের আপডেট দিলেন বেয়ারস্টো
Jonny Bairstow Injury: গত মাসে গল্ফ খেলতে গিয়েই ভয়ানক দুর্ঘটনার শিকার হন বেয়ারস্টো। তারপরেই অস্ত্রোপ্রচার করান ইংল্যান্ড তারকা।
নয়াদিল্লি: গত মাসেই গল্ফ খেলতে গিয়ে চোটের কবলে পড়েন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জনি বেয়ারস্টো(Jonny Bairstow)। সেই চোটের জেরেই অস্ত্রোপ্রচার করাতে হয়েছে বেয়ারস্টোকে। সেই অস্ত্রোপ্রচারের পর এবার নিজের চোট নিয়ে আপডেট (Jonny Bairstow Injury Update) দিলেন বেয়ারস্টো। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোটের আপডেট দেন বেয়ারস্টো নিজেই।
চোট আপডেট
বেয়ারস্টো নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানান তিনি এ বছরে আর ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন না। বেয়ারস্টো লেখেন, 'আমার ফাইবুলা তিন জায়গায় ভেঙে গিয়েছে এবং তার জন্য প্লেট ও বসাতে হয়েছে। আমার গোড়ালি ডিসলোকেট হয়ে গিয়েছে এবং লিগামেন্টেও চোট লেগেছে। এছাড়াও আরও কয়েকটি জায়গায় চোট লেগেছে। তবে আমার অস্ত্রোপ্রচার সফলভাবেই সম্পন্ন হয়েছে এবং আমি বিগত তিন সপ্তাহ ধরে নিজের পুনর্বাসন প্রক্রিয়াও শুরু করে দিয়েছি। পরবর্তী কয়েক সপ্তাহ তথা মাস আমার পুনর্বাসনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।'
View this post on Instagram
পরের বছর ফিরবেন বেয়ারস্টো?
তিনি মাঠে নিজের প্রত্যাবর্তনের দিনক্ষণের বিষয়ে কিছু সঠিকভাবে বলতে পারবেন না বলেই জানান বেয়ারস্টো। তবে সেটা যে এই বছর নয়, তা একেবারে স্পষ্ট ভাষায় জানান ইংল্যান্ড তারকা। 'আমি আবার কবে মাঠে ফিরতে পারব, সেই নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলতে পারব না। আমি আপাতত প্রথমে সঠিকভাবে নিজের দুই পায়ে দাঁড়াতে আগ্রহী। তবে একটা জিনিস নিশ্চিত, ২০২২ সালে আমার আর খেলা হচ্ছে না। তবে ২০২৩ সালের জন্য অপেক্ষা আর সইছে না। আপনাদের সকলকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্য়বাদ।' দাবি বেয়ারস্টোর।
আরও পড়ুন: নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা, কখন, কোথায় দেখবেন খেলা?