এক্সপ্লোর
Advertisement
হকি বিশ্বকাপের শেষ চারে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া
ভুবনেশ্বর: অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্তিনাকে ৩-২ গোলে হারিয়ে হকি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। আর্জেন্তিনা প্রথম গোল করে এগিয়ে যাওয়া এবং চতুর্থ কোয়ার্টারে সমতা ফেরানোর পরেও হেরে গেল। এই নিয়ে পরপর তিনবার হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। অন্য ম্যাচে ফ্রান্সকে ৩-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিল অস্ট্রেলিয়া।
গতবারের বিশ্বকাপে ব্রোঞ্জ জেতা আর্জেন্তিনা কোয়ার্টার ফাইনালের শুরুটা ভাল করে। ১৭ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন গঞ্জালো পিলাত। তবে এরপরেই ম্যাচে আধিপত্য বিস্তার করে ইংল্যান্ড। ২৭ মিনিটে সমতা ফেরান ব্যারি মিডলটন। ৪৫ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন উইল ক্যালনান। ৪৮ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করে খেলায় সমতা ফেরান গঞ্জালো। কিন্তু পরের মিনিটেই গোল করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন হ্যারি মার্টিন।
ইংল্যান্ড-আর্জেন্তিনা ম্যাচে লড়াই হলেও, অন্য কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে সহজেই হারিয়ে দিল অস্ট্রেলিয়া। তিনটি গোলই হয়েছে পেনাল্টি কর্নার থেকে। এই ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন জেরেমি হেওয়ার্ড। ১৯ মিনিটে ব্যবধান বাড়ান ব্লেক গ্রোভার্স। ৩৭ মিনিটে তৃতীয় গোল করেন অ্যারান জ্যাকারস্কি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement