England ODI Captain: ওয়ান ডে ও টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়কের নাম জানিয়ে দিল ইংল্যান্ড
Jos Buttler: বৃহস্পতিবার রাতে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড থেকে ট্যুইট করে জানানো হল, সীমিত ওভারের ক্রিকেটে অর্থাৎ ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে জাতীয় দলের অধিনায়ক হচ্ছেন জস বাটলার।
লন্ডন: অইন মর্গ্যান (Eoin Morgan) অবসর ঘোষণা করেছেন। ওয়ান ডে ও টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিল ইংল্যান্ড (England Cricket Team)। কে পেলেন সেই দায়িত্ব?
বৃহস্পতিবার রাতে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড থেকে ট্যুইট করে জানানো হল, সীমিত ওভারের ক্রিকেটে অর্থাৎ ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে জাতীয় দলের অধিনায়ক হচ্ছেন জস বাটলার (Jos Buttler)। সেই সঙ্গে পোস্ট করা হল একটি ভিডিও। যে ভিডিওতে বাটলারের বিধ্বংসী কিছু ইনিংসের ঝলক রয়েছে। সেই সঙ্গে লেখা হল, 'সাদা বলের ক্রিকেটে আমাদের নতুন অধিনায়ক। ওঁর নিজের কথায়, এই ইনিংসগুলোর জন্যই জস বাটলার হয়েছে'।
Our new men's white-ball captain 🧢
— England Cricket (@englandcricket) June 30, 2022
🗣 In his own words, these are the matches that made @JosButtler...
Introducing our new Men's White-Ball captain, @josbuttler 🦁🦁🦁
— England Cricket (@englandcricket) June 30, 2022
৩১ বছর বয়সী বাটলারের অধিনায়ক হিসাবে প্রথম সিরিজ ভারতের বিপক্ষে। তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিকের প্রথম ম্যাচ শুরু হবে ৭ জুলাই। এরপর ইংল্যান্ড তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতের মুখোমুখি হবে। বাটলার এর আগেও ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন। যখন মর্গ্যান চোট পেয়েছিলেন। সম্প্রতি নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ান ডে-তে বাটলার নেতৃত্ব দিয়েছিলেন। ৩-০ ব্যবধানে সেই সিরিজ জেতে ইংল্যান্ড।
বাটলার দায়িত্ব পেয়ে বলেছেন, “আমি অইন মর্গ্যানকে গত সাত বছরে তার অসামান্য নেতৃত্বের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই। অধিনায়ক হিসাবে অনুপ্রেরণা ছিল। আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে চাই।”
আরও পড়ুন: করোনামুক্ত নন রোহিত, নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা করে দিল টিম ইন্ডিয়া