Jasprit Bumrah Captain: করোনামুক্ত নন রোহিত, নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা করে দিল টিম ইন্ডিয়া
IND vs ENG 5th Test: শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল। কিন্তু করোনামুক্ত হননি রোহিত শর্মা। এজবাস্টনে টেস্ট ম্যাচে তিনি খেলতে পারবেন না।
বার্মিংহ্যাম: শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল। কিন্তু করোনামুক্ত হননি রোহিত শর্মা (Rohit Sharma)। এজবাস্টনে টেস্ট ম্যাচে তিনি খেলতে পারবেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে ভারতীয় দলকে (Ind vs Eng) নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। সেই সঙ্গে সহ অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছে ঋষভ পন্থের (Rishabh Pant) নাম।
জল্পনা চলছিলই। ২৬ জুন জানা গিয়েছিল যে, করোনা আক্রান্ত হয়েছেন রোহিত। লেস্টারশায়ারের বিরুদ্ধে সেই সময় প্রস্তুতি ম্যাচ খেলছিল ভারত। সেই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি রোহিত। নিয়মমতো ৫ দিনের কোয়ারেন্টিনে থাকতে হতো তাঁকে। সেই অনুযায়ী ৩০ জুন অর্থাৎ টেস্ট ম্যাচ শুরুর একদিন আগে নিভৃতবাস শেষ হওয়ার কথা ছিল রোহিতের। ভারতীয় দল আশায় ছিল যে, রোহিত সুস্থ হয়ে মাঠে নেমে পড়তে পারবেন।
NEWS 🚨 - @Jaspritbumrah93 to lead #TeamIndia in the fifth Test Match against England.@RishabhPant17 will be the vice-captain for the match.#ENGvIND pic.twitter.com/ueWXfOMz1L
— BCCI (@BCCI) June 30, 2022
কিন্তু সমস্যা বাড়ে বুধবার। কারণ, সেদিনও রোহিতের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। ভারতীয় দলের সূত্র মারফত এবিপি লাইভ জানতে পারে যে, রোহিতের প্রস্তুতির জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছিল। নাম প্রকাশ করা যাবে না, এই শর্তে দলের সঙ্গে বার্মিংহ্যামে থাকা এক কর্তা মোবাইল ফোনে এবিপি লাইভকে বলেছিলেন, 'আমরা চেয়েছিলাম, ১ জুলাই থেকে শুরু হতে চলা টেস্টের জন্য রোহিত যেন কিছুটা হলেও প্র্যাক্টিসের সুযোগ পায়। তাই ওর জন্য় সবরকম করোনাবিধি মেনে বুধবারই আলাদা প্র্যাক্টিসের বন্দোবস্ত করা হয়েছিল। দলের বাকি ক্রিকেটারদের সঙ্গে না হলেও, রোহিতের জন্য কিছুক্ষণ প্র্যাক্টিসের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে। কারণ, মঙ্গলবার রাতে আরটিপিসিআর পদ্ধতিতে রোহিতের যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, বুধবার সকালে সেই পরীক্ষার ফলও পজিটিভ এসেছে। তাই ওর জন্য প্র্যাক্টিসের ব্যবস্থা থাকলেও রোহিত শেষ পর্যন্ত ঘর থেকে বেরতে পারেনি।'
যদিও টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন যে, শেষ মুহূর্ত পর্যন্ত রোহিতের সুস্থ হয়ে ওঠার জন্য অপেক্ষা করা হবে। আরও দুটি করোনা পরীক্ষার ফলের দিকে তাকিয়েছিলেন দ্রাবিড়।
সেই পরীক্ষাতেও রোহিত করোনা পজিটিভ। তাই আর ঝুঁকি না নিয়ে বুমরাকে টেস্টের জন্য অধিনায়ক ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: শার্দুলকে কী নামে ডাকেন সতীর্থরা? জানালেন পেসার নিজেই