এক্সপ্লোর
Advertisement
আগামী বছর ভারতের ইংল্যান্ড সফরের ক্রীড়াসূচী ঘোষিত
লন্ডন: আগামী বছর ইংল্যান্ড সফরে ভারতীয় দলের ক্রীড়াসূচী ঘোষণা করা হল। পূর্ণাঙ্গ এই সফরে ভারত পাঁচটি টেস্ট, তিনটি একদিনের ও তিনটি টি ২০ ম্যাচ খেলবে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলেশ ক্রিকেট বোর্ড (ইসিবি) গতকাল এ কথা জানিয়েছে।
টি ২০ ম্যাচ দিয়ে সিরিজের সূচনা হবে। প্রথম টি ২০ ম্যাচ হবে ৩ জুলাই ওল্ড ট্রাফোর্ডে। বাকি দুটি ম্যাচ খেলা হবে কার্ডিফ ও ব্রিস্টলে।
১২ জুলাই শুরু হবে ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ।
এরপর আগস্ট থেকে শুরু টেস্ট সিরিজের খেলা।
ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজকে আগামী ২০১৯-র বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। কারণ, আগামী বিশ্বকাপ খেলা হবে ইংল্যান্ডেই।
ক্রীড়াসূচী
টি ২০
প্রথম ম্যাচ-৩ জুলাই-ওল্ড ট্রাফোর্ড
দ্বিতীয় ম্যাচ-৬ জুলাই-কার্ডিফ
তৃতীয় ম্যাচ-৮ জুলাই-ব্রিস্টল
একদিনের সিরিজ
প্রথম ম্যাচ-১২ জুলাই-টেন্ট ব্রিজ
দ্বিতীয় ম্যাচ-১৪ জুলাই-লর্ডস
তৃতীয় ম্যাচ-১৭ জুলাই-হেডিংলি
টেস্ট সিরিজ
প্রথম ম্যাচ-১ থেকে ৫ আগস্ট-এজবাস্টন
দ্বিতীয় ম্যাচ-৯ থেকে ১৩ আগস্ট-লর্ডস
তৃতীয় ম্যাচ-১৮ থেকে ২২ আগস্ট-ট্রেন্টব্রিজ
চতুর্থ ম্যাচ-৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর-অ্যাজেস বোল
পঞ্চম ম্যাচ-৭ থেকে ১১ সেপ্টেম্বর-কিয়া ওভাল
২০১৪-তে ভারত শেষবার ইংল্যান্ড সফরে গিয়েছিল। টেস্ট সিরিজ ১-৩ হেরেছিল ভারত।এরইমধ্যে লর্ডস টেস্ট জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত।
একদিনের সিরিজ ভারত ৩-১ জিতেছিল। একমাত্র টি ২০ ম্যাচে জয়ী হয়েছিল ইংল্যান্ড।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement