এক্সপ্লোর
Advertisement
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে স্বেচ্ছাসেবীর ভূমিকায় ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হিদার নাইট
করোনাভাইরাস অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এলেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হিদার নাইট। তিনি যোগ দিলেন এনএইচএস স্বেচ্ছাসেবা প্রকল্পে।
লন্ডন: করোনাভাইরাস অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এলেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হিদার নাইট। তিনি যোগ দিলেন এনএইচএস স্বেচ্ছাসেবা প্রকল্পে।
গত মঙ্গলবারই চিকিত্সার সঙ্গে সংশ্লিষ্ট ওষুধ দোকান থেকে ওষুধ পৌঁছে দেওয়া, আক্রান্তদের ডাক্তার বা হাসপাতালে নিয়ে আসা , যাঁরা বাড়িতে আইসোলেশনে রয়েছেন, ফোন করে তাঁদের খোঁজখবর নেওয়ার মতো কাজের জন্য আড়াই লক্ষ স্বেচ্ছাসেবকের জন্য আর্জি জানায় সরকার।
সরকারের আর্জিতে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন প্রায় ৭ লক্ষেরও বেশি। তাঁদের মধ্যে রয়েছেন নাইটও। অস্ট্রেলিয়ায় মহিলাদের টি ২০ বিশ্বকাপের পর ১০ দিন আগে দেশে ফিরেছেন তিনি। নাইট বলেছেন, আমার এখন প্রচুর ফাঁকা সময় রয়েছে। তাই যতটা পারি সাহায্য করতে চাই। আমি গাড়িতে করে বাইরে যাচ্ছি এবং ওষুধপত্র বয়ে নিয়ে যাচ্ছি। এছাড়াও যাঁরা আইসোলেশনে রয়েছেন, তাঁদের সঙ্গে কথা বলছি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
জেলার
Advertisement