Premier League: প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস গোলমেশিন হালান্ডের
Premier League: নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ হারালেও লিগ তালিকায় ২৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরেই রইল ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড। মরসুমের ১১তম ম্যাচ জিতে লিগ তালিকায় দুইয়ে উঠে এল ম্যান সিটি।
লিডস: প্রিমিয়ার লিগে (Premier League) এ মরসুমে যোগ দিয়ে শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন আরলিং হালান্ড (Erling Haaland)। বিশ্বকাপে খেলেননি তিনি। তবে লিভারপুলের বিরুদ্ধে লিগ কাপে গোল করেছিলেন। এবার প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটির প্রত্যাবর্তন ম্যাচেও লিডস ইউনাইটেডের বিরুদ্ধে (Manchester City vs Leeds United) গোল করলেন নরওয়ের তারকা স্ট্রাইকার। জোড়া গোল করেই ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন তিনি।
হালান্ডের নতুন ইতিহাস
এক সময় তাঁর বাবা লিডস ইউনাইটেডের হয়ে খেলতেন। আরলিং হালান্ডের জন্মও লিডসেই। সেই দলের কোচ আবার একদা আরবি সল্জবুর্গে তাঁকে কোচিং করানো জেসে মার্শ। তাই লিডস ইউনাইটেড বনাম ম্যান সিটির ম্যাচে হালান্ডের দিকে বিশেষ নজর ছিলই। তিনি হতাশ করলেন না। জোড়া গোল করে চলতি প্রিমিয়ার লিগ মরসুমে ২০ গোল করে ফেললেন হালান্ড। মাত্র ১৪টি ম্যাচেই প্রিমিয়ার লিগে ২০ গোলের গণ্ডি পার করলেন ২২ বছর বয়সি তারকা। প্রিমিয়ার ইতিহাসে এটি একটি রেকর্ড। এর আগে কেভিন ফিলিপ্স দ্রুততম ২১ ম্যাচে ২০ গোল করেছিলেন। হালান্ড সেই রেকর্ড সহজেই ভেঙে দিলেন। লিডসের বিরুদ্ধে ম্যাচে ম্যান সিটি জয়ও পেল।
ম্যাচের প্রথম মিনিটেই লিডস গোলরক্ষক মেলিয়ের হালান্ডের একটি শট বাঁচান। প্রথমার্ধের সিংহভাগ সময়টাই ম্যান সিটি দাপট দেখালেও, দাঁতে দাঁত কামড়ে লড়াই চালিয়ে যায় লিডস। তবে একেবারে প্রথমার্ধ শেষের মাথায় রড্রি গোল করে সিটিকে কাঙ্খিত লিড এনে দেন। প্রথমার্ধে হালান্ডকে রুখতে সক্ষম হলেও দ্বিতীয়ার্ধে আর তাঁকে আটকানো যায়নি। ৫১ মিনিটে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি করেন হালান্ড। ৬৪ মিনিটে আবারও একটি গোল করে সিটিকে ৩-০ এগিয়ে দেন হালান্ড। স্যাম গ্রিনউড ৮৫ মিনিটে লিডসের হয়ে একটি গোল শোধ করলেও তা সান্ত্বনাই ছিল বটে।
দুইয়ে সিটি, পাঁচে ইউনাইটেড
অপরদিকে, সিটির চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও (Manchester United) জয় পেল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোহীন ম্যান ইউনাইটেডের হয়ে এদিন জোড়া মার্কাস ব়্যাশফোর্ড, টনি মার্শিয়াল যথাক্রমে ১৯ ও ২৩ মিনিটে গোল করেন। ম্যাচের একেবারে শেষের দিকে ফ্রেদ ৮৭ মিনিটে গোল করে দলের জয় সুনিশ্চিত করেন। নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ হারালেও লিগ তালিকায় ২৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরেই রইল রেড ডেভিলসরা। অবশ্য চারে থাকা টটেনহ্যাম হটস্পারের থেকে এক ম্যাচ কম খেলেছেন তারা। মরসুমের ১১তম ম্যাচ জিতে লিগ তালিকায় দুইয়ে উঠে এল ম্যান সিটি। হালান্ডরা বর্তমানে শীর্ষে থাকা আর্সেনালের থেকে পাঁচ পয়েন্টে রয়েছে।
আরও পড়ুন: এমবাপের গোল, নেমারের লাল কার্ড, টিভিতেই প্যারিস সঁ জরমেঁর ম্যাচ উপভোগ করলেন মেসি