Gilmour Corona Positive: ইউরোয় করোনার হানা, আক্রান্ত স্কটল্যান্ডের গিলমোর
মঙ্গলবার হ্যাম্পডেনে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে স্কটল্যান্ড। সেই ম্যাচে খেলতে পারবেন না গিলমোর।
গ্লাসগো: সবরকম সাবধানতা অবলম্বন করেও শেষরক্ষা হল না। ইউরো কাপে হানা দিল করোনা। কোভিড আক্রান্ত স্কটল্যান্ডের তারকা ফুটবলার বিলি গিলমোর। সোমবারই তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। প্রথমবার কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টের নক আউট পর্বে ওঠার যে স্বপ্ন দেখছে স্কটল্যান্ড, এই খবরে সেটিও জোরাল ধাক্কা খেল।
এর আগে করোনার ধাক্কায় আইপিএল অর্ধসমাপ্ত অবস্থায় স্থগিত করে দিতে হয়েছিল। পিছিয়ে গিয়েছে ইউরো কাপ, কোপা আমেরিকা ও অলিম্পিক্স।
ওয়েম্বলি স্টেডিয়ামে গত শুক্রবার শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে স্কটল্যান্ড। সেই ম্যাচে সেরার পুরস্কার পেয়েছিলেন গিলমোর। আগামীকাল, মঙ্গলবার হ্যাম্পডেনে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে স্কটল্যান্ড। সেই ম্যাচে খেলতে পারবেন না গিলমোর। শেষ ষোলোয় উঠতে গেলে ম্য়াচটি জিততে হবে স্কটিশদের। গিলমোর না থাকায় যে সেই কাজ বেশ কঠিন হবে, বলাই বাহুল্য।
স্কটল্যান্ডের ফুটবল সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, 'আমাদের জাতীয় দলের অন্যতম সদস্য বিলি গিলমোরের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বিলি ১০ দিন নিভৃতবাসে থাকবে এবং মঙ্গলবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গ্রুপ ডি-র ম্য়াচে খেলতে পারবে না।'
টুর্নামেন্ট শুরুর আগে স্কটল্যান্ডের আর এক ফুটবলার, মিডফিল্ডার জন ফ্লেক করোনা আক্রান্ত হওয়ায় দশদিন নিভৃতবাসে ছিলেন। তবে এবার দলের আর কাউকে নিভৃতবাসে যেতে হবে না। যদিও প্রশ্ন উঠছে, বিলি গিলমোরের সঙ্গে যাঁরা একসঙ্গে মাঠে খেলেছেন, প্র্যাক্টিস করেছেন বা বাসে করে যাতায়াত করেছেন, তাঁদের কেউ আক্রান্ত হলে টুর্নামেন্টের ভবিষ্যৎই না অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।