Euro Cup Quater Final: কঠিন লড়াই ইতালির, স্পেনের প্রতিপক্ষ জায়ান্ট কিলার সুইৎজ়ারল্যান্ড
ইউরো কাপের লড়াই জমে উঠেছে। অন্যতম তিন ফেভারিট ছিটকে গিয়েছে। কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। গতবারের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালও শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে।
লন্ডন: ইউরো কাপের লড়াই জমে উঠেছে। অন্যতম তিন ফেভারিট ছিটকে গিয়েছে। কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। গতবারের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালও শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ফিরতে হয়েছে খালি হাতে। সেই সঙ্গে লুকা মদ্রিচ, ইভান পেরিসিচদের ক্রোয়েশিয়া, যারা বিশ্বকাপে রানার্স হয়েছিল, তারাও প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে।
এবার শেষ আটের লড়াই। কোয়ার্টার ফাইনালে কোন দল কাদের মুখোমুখি, আসুন জেনে নেওয়া যাক। সেই সঙ্গে দেখে নেওয়া যাক সেই সমস্ত ম্যাচের সময়সূচিও।
চলতি ইউরো কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে সেন্ট পিটার্সবার্গে শুক্রবার, ২ জুলাই ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় দুরন্ত ছন্দে থাকা স্পেন খেলবে সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে। যাদের চলতি টুর্নামেন্টের জায়ান্ট কিলার বলা হচ্ছে কারণ, সুইসদের কাছে হেরেই ইউরো থেকে ছিটকে গিয়েছে ফ্রান্স। টাইব্রেকারে কিলিয়ান এমবাপের শট আটকে দিয়েছিলেন সুইস গোলকিপার সোমের।
২ জুলাই এই ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভারতীয় সময় মাঝরাতের পর, রাত সাড়ে ১২টায় মিউনিখে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বেলজিয়াম ও ইতালি। রবার্তো মানচিনির প্রশিক্ষণাধীন ইতালিকে এবারের টুর্নামেন্টে ফেভারিট ধরা হচ্ছে। গ্রুপের তিনটি ম্যাচ জেতার পর প্রি কোয়ার্টার ফাইনালে অস্ট্রিয়াকে হারিয়েছেন লোরেঞ্জো ইনসাইনেরা।
শনিবার ৩ জুলাই ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় বাকুতে তৃতীয় কোয়ার্টার ফাইনালে ডেনমার্ক ও চেক প্রজাতন্ত্র নামবে শেষ চারে ওঠার লড়াইয়ে। এই ম্যাচ শেষের কিছুক্ষণের মধ্যে অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টায় ইউক্রেন খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে।
২ জুলাই স্পেন বনাম সুইৎজ়ারল্যান্ড রাত ৯.৩০
বেলজিয়াম বনাম ইতালি রাত ১২.৩০
৩ জুলাই ডেনমার্ক বনাম চেক প্রজাতন্ত্র রাত ৯.৩০
ইউক্রেন বনাম ইংল্যান্ড রাত ১২.৩০