Christian Erikson Health : 'ঠিক হয়ে যাবে', এরিকসেনের আরোগ্য কামনা রোনাল্ডো থেকে সৌরভের
এরিকসেনের আরোগ্য কামনায় প্রার্থনা ক্রীড়া জগতের নামী-দামি ব্যক্তিত্বদের। সেই তালিকায় রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়রা।
কোপেনহ্যাগেন : ইউরো কাপে ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হঠাৎই সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন। আপাতত স্থিতিশীল ডেনমার্কের মিড-ফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। তাঁর সংজ্ঞা রয়েছে এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে এরিকসেনের আরোগ্য কামনায় প্রার্থনা করলেন ক্রীড়া জগতের নামী-দামি ব্যক্তিত্বরা। সেই তালিকায় রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়।
ইনস্টাগ্রামে একটি ফটো পোস্ট করে পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক রোনাল্ডো লিখেছেন, আমাদের চিন্তা ও প্রার্থনা রয়েছে ক্রিশ্চিয়ান এরিকসেন ও তাঁর পরিবারের সঙ্গে। ভাল খবরের আশায় রয়েছে বিশ্ব ফুটবল। শীঘ্রই তোমার সঙ্গে মাঠে দেখা হওয়ার অপেক্ষায় রয়েছি, ক্রিস ! সুস্থ থাকো।
শনিবার ইউরো কাপে ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মাঠেই সংজ্ঞাহীন হয়ে পড়েন ডেনমার্কের ফুটবলার এরিকসেন। খেলা চলাকালীন হঠাৎই মাঠে লুটিয়ে পড়েন তিনি। নিজে থেকেই পড়ে যান। সঙ্গে সঙ্গে অবস্থার গুরুত্ব বুঝে খেলা থামিয়ে দেন রেফারি অ্যান্টনি টেলর। সবাই ছুটে যান এরিকসেনের দিকে। মাঠেই শুরু হয় প্রাথমিক চিকিৎসা। এরপর এরিকসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত স্থিতিশীল রয়েছেন এরিকসেন। তাঁর সংজ্ঞা রয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সৌরভ গঙ্গোপাধ্যায় ইনস্টাগ্রামে লেখেন, তুমি ঠিক হয়ে যাবে ক্রিশ্চিয়ান এরিকসেন। তোমার জন্য আমরা প্রার্থন করছি। মাঠে আবার তোমার খেলা দেখা যাবে।
দিদের দ্রোগবা ট্যুইটারে লিখেছেন, জীবনের জন্য যুদ্ধ করো #eriksen তোমার জন্য প্রার্থনা করছি।
এরিকসেনের পরিবারের জন্য প্রার্থনা করেন মেসুত ওজিল ও অ্যারন রামসেও। এদিকে উভয় দলের খেলোয়াড়দের অনুরোধের ভিত্তিতে ওই ম্যাচ পুনরায় শুরু করতে সম্মত হয় উয়েফা। ডেনমার্ককে ১-০ গোলে হারিয়ে দেয় ফিনল্যান্ড।
এই পরিস্থিতিতে সামগ্রিক ঘটনা নিয়ে রবিবার বিবৃতি জারি করে ডেনমার্কের ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের তরফে বলা হয়েছে, আজ সকালে আমরা ক্রিশ্চিয়ান এরিকসেনের সঙ্গে কথা বলেছি। উনি টিমমেটদের উদ্দেশে অভিবাদন জানিয়েছেন। ওঁর অবস্থা স্থিতিশীল। হাসপাতালে রয়েছেন। পরীক্ষা চলছে।