Rohit Sharma: সব সময় পাশে... বিতর্কের মুহূর্তে হাতে হাত, ভালবাসার সপ্তাহে স্ত্রী রীতিকার সঙ্গে ছবি রোহিতের
Mumbai Indians: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলছে ভারতের। প্রথম টেস্টে পরাজয়ের পর দ্বিতীয় টেস্টে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। তার মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন রোহিত।
![Rohit Sharma: সব সময় পাশে... বিতর্কের মুহূর্তে হাতে হাত, ভালবাসার সপ্তাহে স্ত্রী রীতিকার সঙ্গে ছবি রোহিতের Rohit Sharma shares photo with wife Ritika Sajdeh with significant caption new turn in Mumbai Indians chaos Rohit Sharma: সব সময় পাশে... বিতর্কের মুহূর্তে হাতে হাত, ভালবাসার সপ্তাহে স্ত্রী রীতিকার সঙ্গে ছবি রোহিতের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/10/7244fcaf825faa404a44d5532669fd8d170756155711750_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: কখনও মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) নেতৃত্ব যাওয়ার পর ইঙ্গিতপূর্ণ পোস্ট, তো কখনও মুম্বই কোচ মার্ক বাউচারের মন্তব্যের অনেকটাই সরাসরি প্রতিক্রিয়া, রোহিত শর্মার (Rohit Sharma) পাশে সব সময় দাঁড়াতে দেখা গিয়েছে স্ত্রী রীতিকাকে। ভ্যালেন্টাইন্স সপ্তাহে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন হিটম্যান। জানিয়ে দিলেন, সব সময় পাশে থাকেন স্ত্রী-ই।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলছে ভারতের। প্রথম টেস্টে পরাজয়ের পর দ্বিতীয় টেস্টে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। রোহিত শর্মারা রয়েছেন ফুরফুরে মেজাজে। তার মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন রোহিত।
শনিবার, ১০ ফেব্রুয়ারি টেডি ডে। ভালবাসার সপ্তাহে এদিনই রীতিকার সঙ্গে নিজের একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন রোহিত। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'সব সময় আমার পাশে...'। যেন বোঝাতে চেয়েছেন, মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব যাওয়া এবং হার্দিক পাণ্ড্যর হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া - এই পর্বে স্ত্রী যেভাবে সমর্থন করেছেন, তা মনে রেখেছেন রোহিত।
রোহিত শর্মা-রীতিকা সাজদের প্রেম, (Rohit Sharma) বিয়ে বেশ ব্যতিক্রমী। কেন? রোহিতের ম্যানেজার ছিলেন যে রীতিকা (Ritika Sajdeh)। সেখান থেকেই সম্পর্কের সূত্রপাত। একটা বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময় আলাপ হয় দুজনের। রীতিকা তখন চাকরি করতেন একটি স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায়। রীতিকার আর একটি পরিচয়, তিনি ক্রিকেটার যুবরাজ সিংহের পাতানো বোন। যুবিকে রাখি পরাতেন রীতিকা।
শুরুতে রোহিত-রীতিকার সম্পর্কে ছিল পেশাদারিত্বের মোড়ক। রোহিতের ম্যানেজার হিসাবে কাজ শুরু করেন রীতিকা। একসঙ্গে অনেক সময় কাটানোর ফলে দুজনের বন্ধুত্বও হয় বেশ গাঢ়। সেখান থেকে প্রেমের সূত্রপাত। ৬ বছর প্রেম করার পর রীতিকাকে বিয়ের প্রস্তাব দেন রোহিত। মুম্বইয়ের বোরিভালি স্পোর্টস ক্লাবে। মাত্র ১১ বছর বয়সে যে ক্লাবে খেলা শুরু করেন রোহিত, সেখানেই রীতিকাকে প্রপোজ করেন রোহিত। স্বাভাবিকভাবেই রাজি হয়ে যান রীতিকা। মিঞা-বিবি রাজি, তো কেয়া করেগা কাজি। ২০১৫ সালের ৩ জুন দুজনের বাগদান হয়। তারপর জমকালো অনুষ্ঠানে হয় আংটিবদল। বলিউডের অনেকেও নিমন্ত্রিত ছিলেন। সে বছরই ১৩ ডিসেম্বর মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ড হোটেলে বিবাহবন্ধনে আবদ্ধ হন রোহিত-রীতিকা।
বরাবরই রোহিতের পাশে আস্থা-ভরসার স্তম্ভ হয়ে থেকেছেন রীতিকা। তাঁদের প্রেম, বিয়ে ও সংসার রূপকথার মতো লাগে কারও কারও কাছে।সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে পাঁচ আইপিএল ট্রফি দেওয়া অধিনায়ককে। পরিবর্তে অধিনায়ক করা হয়েছে হার্দিক পাণ্ড্যকে। বিতর্কিত এই সময়েও রোহিতের পাশে থেকে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন রীতিকা।
আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ৩ টেস্টেও নেই বিরাট, রোহিত ব্রিগেডে নাম জুড়ল বাংলার আকাশ দীপের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)