FA Cup: লিগ শীর্ষে থাকা আর্সেনালকে এফএ কাপ থেকে ছিটকে দিল ম্যান সিটি
Man City vs Arsenal: আর্সেনাল ম্যানেজার হিসাবে এই নিয়ে ম্যান সিটির বিরুদ্ধে ষষ্ঠবার পরাজিত হলেন মিকেল আর্টেটা।
ম্যাঞ্চেস্টার: চলতি মরসুমে প্রিমিয়ার লিগে দুরন্ত ফর্মে রয়েছে মিকেল আর্টেটার (Mikel Arteta) আর্সেনাল (Arsenal)। গানার্সরা বর্তমানে লিগ শীর্ষে রয়েছে। এমন অবস্থাতেই গত বারের লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) বিরুদ্ধে মাঠে নেমেছিল আর্সেনাল। গুরু পেপ গুয়ার্দিওলা (Pep Guardiola) বনাম শিষ্য আর্টেটার লড়াইটা শেষ হাসিটা কিন্তু পেপই হাসলেন। এফএ কাপের চতুর্থ রাউন্ডে আর্সেনালকে ১-০ হারিয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে দিল সিটি।
গুরু বনাম শিষ্য
লিগে আর্সেনাল সিটির থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে রয়েছে। টানা সাত ম্যাচ অপরাজিত থেকেই সিটির বিরুদ্ধে মাঠে নেমেছিল আর্সেনাল, কিন্তু সিটির বিরুদ্ধে সেই রেকর্ড ভেঙে গেল। ৬৪ মিনিটে সিটির হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ডিফেন্ডার ন্যাথন অ্যাকে। প্রথমার্ধে কিন্তু আর্সেনালই বেশি ভাল গোলের সুযোগগুলি পেয়েছিল। টাকেহিরো টমিয়াসু ও লিয়ান্দ্রো ট্রসার্ডের গোলমুখী ভাল শট বাঁচাতে বাধ্য হন সিটি গোলরক্ষক স্টেফান অর্টেগা। এডি এনকেতিয়া অল্পের নিজের শট গোলে রাখতে পারেননি।
প্রথমার্ধে সুযোগ কাজে না লাগানোর খেসারত দিতে আর্সেনালকে। দ্বিতীয়ার্ধে জুলিয়ান আলভারেজের শট পোস্টে লেগে ফিরে আসে। সেই ফিরতি বলই পায়ে পান জ্যাক গ্রিলিশ। তাঁর পাস থেকেই অ্যাকে দুরন্ত শটে ম্যাচের একমাত্র গোলটি করেন। ম্যাচ শেষে হতাশ আর্টেটা বলেন, 'আমি খুবই হতাশ। আমাদের এই ম্যাচে ভাল ফল করা উচিত ছিল। বড় বড় ম্যাচে সুযোগ কাজে লাগানোটা খুবই প্রয়োজনীয়।' সিটির কোচ গুয়ার্দিওলা বলেন, 'আর্সেনালকে হারানো যে কতটা কঠিন, সেই বিষয়ে আমি ভালভাবে অবগত। ওরা লিগে মাত্র এক ম্যাচ হেরেছে, এই মুহূর্তে ওদের হারানো কঠিন।'
ফাইনালে জকোভিচ
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ। রড লেভার এরিনায় এদিন সেমিফাইনালে তিনি হারিয়ে দিলেন আমেরিকার টমি পলকে। স্ট্রেট সেটেই জয় পেলেন সার্বিয়ান টেনিস তারকা। খেলার ফল জোকারের পক্ষে ৭-৬, ৬-১, ৬-২। ফাইনালে গ্রিসের স্তেফোনাস সিসিপাসের বিরুদ্ধে খেলতে নামবেন জোকার। এখনও পর্যন্ত সর্বাধিক ৯ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন তিনি।
প্রথম সেটে টমি কিছুটা লড়াই চালালেও জিততে পারেননি। ৭-৫ ব্যবধানে জয় ছিনিয়ে নেন জোকার। এরপরের দুটো সেটে যদিও প্রতিপক্ষকে একপ্রকার উড়িয়ে দেন নোভাক। আগের বার কোভিড টিকা না নেওয়ায় বিতর্কে জড়িয়েছিলেন। যার ফলে টুর্নামেন্টে খেলতেই নামতে পারেননি জোকার। কিন্তু এবার টুর্নামেন্টে জয় পেলে সর্বাধিক ২২ টি গ্র্যান্ডস্লাম জয়ের নজির গড়বেন। নাদালও এই মুহূর্তে ২২ টি গ্র্যান্ডস্লামের মালিক।
আরও পড়ুন: একাদশে সুযোগ পাননি ফর্মে থাকা পৃথ্বী, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরা দিলেন ভক্তরা