এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের পর মন্তব্যের জন্য ধোনি-অনুরাগীদের একাংশের কটাক্ষ সচিনকে
বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনি ও কেদার যাদবের জুটির মন্থর ব্যাটিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং স্তম্ভ সচিন তেন্ডুলকর। এজন্য ধোনির সমর্থকদের একাংশ ছেড়ে কথা বললেন না সচিনকেও। সোশ্যাল মিডিয়ায় তাঁরা সচিনকে ট্রোল করলেন।
নয়াদিল্লি: বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনি ও কেদার যাদবের জুটির মন্থর ব্যাটিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং স্তম্ভ সচিন তেন্ডুলকর। এজন্য ধোনির সমর্থকদের একাংশ ছেড়ে কথা বললেন না সচিনকেও। সোশ্যাল মিডিয়ায় তাঁরা সচিনকে ট্রোল করলেন।
আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে ৫২ বলে ২৮ রান করে আউট হন ধোনি। এতে ভারতীয় দলের রান রেট কমে যায়। মাঝের ওভারগুলিতে ধোনি ও কেদারের জুটিতে মন্থর গতিতে রান উঠেছে বলে মন্তব্য করেছিলেন সচিন। তিনি বলেন, এই জুটিতে ইতিবাচক মানসিকতার অভাব ছিল।
এরপরই ধোনির হয়ে সওয়াল করতে নেমে সচিনকে কটাক্ষ করতে ছাড়লেন না প্রাক্তন অধিনায়কের অনুরাগীরা।
ভারত ওই ম্যাচে বোলারদের দাপটে কোনওক্রমে জিতেছিল। সচিন বলেছিলেন, ‘আমি কিছুটা হতাশ। এটা আরও ভালো হতে পারত। আমি কেদার ও ধোনির জুটি নিয়েও সন্তুষ্ট নই।খুবই মন্থর ছিল। আমরা স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ৩৪ ওভার ব্যাট করে মাত্র ১১৯ রান করতে পেরেছি। এই একটা জায়গায় আমাদের স্বস্তিতে দেখা যায়নি। কোনও ইতিবাচক ইচ্ছা ছিল না’।
এরপরই ধোনির অনুরাগীদের একাংশ তাঁর সঙ্গে সচিনের তুলনা শুরু করেন। তাঁদের কেউ কেউ আবার সচিন ও ধোনির বায়োপিকের মধ্যেও তুলনা টেনেছেন।
এক ইউজারের দাবি, ‘আমার কাছে সচিনের চেয়ে অনেক বড় ধোনি’।1) audience watching MS Dhoni : The untold story 2) audience watching Sachin: A billion dreams pic.twitter.com/FybWGp9m17
— Neeche Se Topper (@NeecheSeTopper) June 24, 2019
আর একজনের বক্তব্য, ‘ওই লোকটাই আপনাকে বিশ্বকাপ দিয়েছিল। দলে অন্যতম সেরা ভারতীয় ক্রিকেটাররা থাকতেও আপনি নিজের কেরিয়ারে তার আগে কোনও বিশ্বকাপ জিততে পারেননি।’Sachin 2003 WC runs 673 runs Ms Dhoni 2007, 2011, 2015, till afg match 597 runs pic.twitter.com/nttjZiOlpS
— Harish godha (@Down_the_track) June 24, 2019
The same man that won you the World Cup which you couldn't win in your whole career with one of the best Indian players around. Sachin acting like he was some big hitter, man used to struggle in his 90s. Someone should pull up his strike rate when he's been in the 90s🤦🏽♂️ #Dhoni🐐 pic.twitter.com/hCVQ5aBI9h
— Nim (@Nirmal_A) June 24, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement