এক্সপ্লোর
ফেড কাপ: পিছিয়ে পড়েও সালগাওকরকে ৩-২ গোলে হারাল মোহনবাগান

ভাস্কো: পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয়৷ ফেড কাপের প্রথম ম্যাচে টানটান থ্রিলারে সালগাওকরকে ৩-২ গোলে হারাল মোহনবাগান৷ জোড়া গোল জেজের৷ গোয়ায় এদিন সালগাওকরের বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচের প্রথম মিনিটেই গোল করেন জেজে৷ কিন্তু, ২৬ মিনিটের মাথায় সমতা ফেরান মার্টিন স্কট৷ আর, আধঘণ্টার মাথায় গোয়ার ক্লাবকে ২-১-এ এগিয়ে দেন কেলভিন বারগা৷ দ্বিতীয়ার্ধে ফের আক্রমণে ঝাঁপায় সবুজ-মেরুন৷ ৭৭ মিনিটের মাথায় কাটসুমির ক্রস থেকে সমতা ফেরান অভিষেক দাস৷ আর, শেষলগ্নে ম্যাচের স্কোর ৩-২ করেন জেজে৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















