Chess World Cup 2023: কারুয়ানাকে হারিয়ে দাবা বিশ্বকাপের ফাইনালে প্রজ্ঞানন্দ
FIDE Chess World Cup 2023: ৩.৫-২.৫ স্কোরলাইনে সেমিফাইনাল জিতলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ।
![Chess World Cup 2023: কারুয়ানাকে হারিয়ে দাবা বিশ্বকাপের ফাইনালে প্রজ্ঞানন্দ FIDE Chess World Cup 2023 Rameshbabu Praggnanandhaa Reaches Final Defeating Fabiano Caruana Chess World Cup 2023: কারুয়ানাকে হারিয়ে দাবা বিশ্বকাপের ফাইনালে প্রজ্ঞানন্দ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/21/9b217bbdd1b26352f01fbb560f400d3a1692633180599507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বাকু: চলতি দাবা বিশ্বকাপে (FIDE Chess World Cup 2023) ইতিহাস গড়লেন তরুণ ভারতীয় দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ (Rameshbabu Praggnanandhaa)। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্যাবিয়ানো কারুয়ানাকে (Fabiano Caruana) সেমিফাইনালের টাই ব্রেকারে পরাজিত করে দাবা বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেন তিনি। বিশ্বনাথন আনন্দের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে দাবা বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেন তিনি।
প্রথম ব়্যাপিড গেমে জয় পেয়েছিলেন প্রজ্ঞানন্দ। তাই কারুয়ানার বিরুদ্ধে দ্বিতীয় ব়্যাপিড গেম ড্র করায় তাঁর ফাইনালের স্থান পাকা হয়ে যায়। ৩.৫-২.৫ স্কোরলাইনে সেমিফাইনাল জিতলেন ভারতের বিস্ময়বালক। ফাইনালে প্রজ্ঞানন্দ বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি হবেন। দুই গেমের সিরিজ়ে প্রজ্ঞানন্দ বিশ্বের তিন নম্বর দাবাড়ু কারুয়ানার সঙ্গে ১-১ ড্র করেন। দুইজনেই রবিবারে টাই ম্যাচটি ৪৭টি চাল দেন। তারপরেই টাই ব্রেকারে ভারতীয় গ্র্যান্ডমাস্টার টাই ব্রেকার সকলকে চমকে দিয়ে দুরন্ত জয় পান।
এই জয়ের পর তিনি খানিকটা ক্লান্তই। 'আমি ক্লান্ত। আমি নিজের ইচ্ছামতো প্রস্তুতি সারতে পারিনি। খেলার সময়ও আমার এনার্জি খানিকটা কম ছিল বলেই মনে হচ্ছিল। তবে শেষমেশ ফাইনালে পৌঁছতে পারলাম।' বলেন প্রজ্ঞানন্দ।
কার্লসনের বিরুদ্ধে ফাইনালে নামবেন, ভেবে উচ্ছ্বসিত ভারতের বিস্ময়বালক। তিনি সাফ জানিয়ে দিচ্ছেন যে কার্লসনের বিরুদ্ধে তাঁর ম্যাচ হতে পারে, এমনটা কল্পনাও করেননি। পিটিআইকে প্রজ্ঞানন্দ বলেন, 'আমি এই টুর্নামেন্টে ম্যাগনাসের বিরুদ্ধে খেলবে বলে আশাই করিনি। কারণ ফাইনালে না উঠলে কোনও পরিস্থিতিতেই আমার ওঁর বিরুদ্ধে খেলা সম্ভব ছিল না, আর সত্য়ি বলতে ফাইনাল পর্যন্ত পৌঁছব বলে আশাও করছিলাম না। তবে যখন ফাইনালে পৌঁছতে পেরেছি, তখন সেখানে নিজের সেরাটা দেব। বাকি যা হবে, দেখা যাবে।'
এই জয়ের সুবাদেই তিনি পরের বছর আয়োজিত ক্যান্ডিডেটসও নিজের স্থান পাকা করে ফেললেন। কার্লসেন ও কিংবদন্তি ববি ফিশারের পর, তৃতীয় কণিষ্ঠ দাবাড়ু হিসাবে ক্যান্ডিডেটসে নামার যোগ্যতাঅর্জন করেছেন সদ্য ১৮-এ পা দেওয়া প্রজ্ঞানন্দ। এই টুর্নামেন্টে পৌঁছনো তাঁর লক্ষ্য ছিল বলেই জানাচ্ছেন ভারতীয় দাবাড়ু। তিনি বলেন, 'ক্যান্ডিডেটসে নিজের জায়গা পাকা করতে পারার অনুভূতিটা এক কথায় দারুণ। আমি খুব করে ওই টুর্নামেন্টে খেলার যোগ্যতাঅর্জন করতে চাইছিলাম।'
এই জয়ের সুবাদে প্রজ্ঞানন্দ ক্যান্ডিডেটস ২০২৪-এও নিজের জায়গা পাকা করে ফেললেন।
আরও পড়ুন: একজন বিশ্বকাপ জেতাবে না, টিম ইন্ডিয়ার চার নম্বর ব্যাটিং পজিশন নিয়ে চিন্তিত নন সৌরভ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)