FIFA WC 2022 Qatar Final: ফাইনাল ম্যাচে ঝামেলার আশঙ্কা, ফ্রান্স জুড়ে ১৪ হাজার পুলিশ মোতায়েন
FIFA WC 2022 Qatar: শনিবার, ১৭ ডিসেম্বর মরক্কো ও ক্রোয়েশিয়ার তৃতীয় স্থান দখলের ম্যাচের জন্যও ফ্রান্সে মোট ১২,৮০০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্যারিস: রবিবার, ১৮ ডিসেম্বর আর্জেন্তিনার বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল (FIFA WC 2022 Final) ম্যাচ খেলতে নামছে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স দল (Argentina vs France)। সেই ম্যাচকে কেন্দ্র করে যাতে কোনও অস্থিরতা না ছড়ায়, তাই গোটা ফ্রান্স জুড়ে শান্তিরক্ষার দায়িত্বে ১৪ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশি নিরাপত্তা
১৯৯৮ ও ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বজয়ের পর দলের সমর্থকরা চ্যাম্পস-এলিস অ্যাভিনিউয়েই উচ্ছ্বাসে মেতেছিলেন। গতবার ফ্রান্সের বিশ্বজয়ের পর প্রায়
ছয় লাখ লোক সেখানে জড়ো হয়েছিল। তাই রবিবার ম্যাচের সময়ও বিশাল পরিমান জনগণ ওই একই জায়গায় জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই রাস্তার জন্যই ২৭৫০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। রবিবার অবশ্য় এই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। প্রসঙ্গত, ম্যাচের সময় প্যারিসে হিমাঙ্কের নীচেই তাপমাত্রা থাকার সম্ভাবনা প্রবল, রয়েছে বৃষ্টির আশঙ্কাও। এই আবহওয়া কিন্তু সমর্থকদের উচ্ছ্বাস, উন্মাদনায় কিছুটা ভাটা ফেলতে পারে।
তবে এত পুলিশি নিরাপত্তার কারণটা ঠিক কী? বুধবার ফ্রান্স-মরক্কো ম্যাচের পর ৪০ জনকে পুলিশের তরফে গ্রেফতার করা হয়। ভিড়ে মিশে ওই ৪০ জন ব্যক্তি অশান্তি ছড়ানোর পরিকল্পনা কষেছিলেন বলেই পুলিশ সূত্রে জানানো হয়। সব মিলিয়ে কেবল প্যারিসেই মোট ১১৫ জন ব্যক্তিকে ফ্রান্স-মরক্কো ম্যাচের পর গ্রেফতার করা হয়েছে বলে শোনা যাচ্ছে। ফ্রান্সের কোয়ার্টার ফাইনাল ম্যাচের পরেও সংঘর্ষের খবর সামনে আসে।
প্রসঙ্গত, ফ্রান্সের জয়ের একদল সমর্থকভর্তি এক গাড়ি এক ১৪ বছরের বালককে ধাক্কা দেওয়ার ফলে, সেই বালক মারা যায়। এখনও সেই অভিযুক্ত গাড়িচালককে খোঁজা হচ্ছে। শনিবার, ১৭ ডিসেম্বর মরক্কো ও ক্রোয়েশিয়ার তৃতীয় স্থান দখলের ম্যাচের জন্যও ফ্রান্সে মোট ১২,৮০০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে।
অনুশীলনে অনুপস্থিত মেসি
ফাইনাল ম্যাচের আগেই আর্জেন্তিনা সমর্থকদের চিন্তা বাড়িয়ে দলের অনুশীলনে অনুপস্থিত রইলেন মেসি। মঙ্গলবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ চলাকালীনই মেসিকে নিজের বাঁ-পায়ের পেশিতে বারবার হাত দিতে দেখা গিয়েছে। তাঁর পেশিতে হালকা চোট রয়েছে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, মেসির খেলার ওপর এই চোট অন্তত ক্রোয়েশিয়া ম্যাচে কোনওরকম প্রভাব ফেলেনি। তবে বাড়তি চাপ পড়লে সেই চোট গুরুতর আকার নেওয়ার আশঙ্কা রয়েইছে। এই চোট আশঙ্কার মধ্যেই মেসিসহ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ শুরু করা গোটা প্রথম একাদশকেই বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দলের কোচ লিওনেল স্কালোনি বিশ্রাম দিয়েছিলেন।
আরও পড়ুন: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন কিংবদন্তি স্পেন মিডফিল্ডার বুস্কেতস