Sergio Busquets Retirement: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন কিংবদন্তি স্পেন মিডফিল্ডার বুস্কেতস
Sergio Busquets: স্পেনের হয়ে ১৪৩টি ম্য়াচ খেলেছেন বুস্কেতস। লা রোহার হয়ে বিশ্বকাপ ও ইউরো, উভয়ই জিতেছেন এই মিডফিল্ডার।
মাদ্রিদ: জল্পনা ছিলই, সেই জল্পনাই শেষমেশ সত্যি হল। স্পেনের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার তথা বিশ্বকাপ ও ইউরোজয়ী কিংবদন্তি সের্জিও বুস্কেতস (Sergio Busquets) আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন। চলতি বিশ্বকাপে স্পেনের অধিনায়কত্ব করলেও দলকে কাঙ্খিত বিশ্বতাপ ট্রফি এনে দিতে পারেননি। এরপরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেললন ৩৪ বছর বয়সি বুস্কেতস।
বুস্কেতসের মন্তব্য
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বুস্কেতস লেখেন, 'দেশের জার্সি গায়ে মাঠা নামাটা এবং বিশ্বচ্যাম্পিয়ন ও ইউরোপ সেরা হওয়াটা আমার কাছে দারুণ গর্বের বিষয়। দলকে নেতৃত্ব দেওয়া এবং সাফল্য-ব্যর্থতা সবমিলিয়ে দেশের হয়ে এতগুলি ম্যাচে আমি নিজের সাধ্যমতো সবটা উজাড় করে দিয়েছি। আমরা সকলে মিলে সবসময়ই দলের জয়ের জন্য লড়াই করেছি। এই গোটা সফরে অনেক ইতিহাস তৈরি হয়েছে যা আমার স্মৃতিতে সারাজীবন রয়ে যাবে।' নিজের পরিবার, সতীর্থ থেকে জাতীয় দলের বিভিন্ন সাপোর্ট স্টাফ, সকলকেই ধন্যবাদ জানান বুস্কেতস।
View this post on Instagram
কোচেদের ধন্যবাদ
তবে সবার আগে এই দীর্ঘদিন ধরে যে কোচেরা তাঁকে জাতীয় দলের হয়ে সাফল্য পেতে সাহায্য করেছেন। তাদের সবার প্রথমে তিনি ধন্যবাদ জানান। 'এই গোটা সফরজুড়ে যারা আমার পাশে থেকেছেন, আমায় সাহায্য করেছেন, তাদের সকলকে অনেক ধন্যবাদ। ভিনসেন্ট দেল বস্কে আমায় প্রথম সুযোগ দেন। তিনি থেকে লুইস এনরিকে যিনি আমার শেষ কয়েকটি ম্যাচে আমায় সবসময় উৎসাহ জুগিয়ে গিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। জুলিয়ান লোপাতেগি, ফার্নান্দো হিয়েরো, রোবার্ত মোরেনো এবং তাঁদের সাপোর্ট স্টাফদের ধন্যবাদ।'
আরও পড়ুন: পেশিতে চোট পাওয়ার জল্পনার মাঝেই অনুশীলনে অনুপস্থিত লিওনেল মেসি