FIFA World Cup 2022: মেসি ম্যাজিকে মুগ্ধ কাফুও , আর্জেন্তিনার বিশ্বজয় দেখতে চান প্রাক্তন ব্রাজিল অধিনায়ক
Lionel Messi: চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই পাঁচটি গোল করার পাশাপাশি তিনটি গোলের অ্যাসিস্টও দিয়েছেন মেসি।
দোহা: বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে আর্জেন্তিনা। সম্ভবত এই ম্যাচের শেষবার বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসিকে খেলতে দেখা যাবে। স্বাভাবিক কারণেই আর্জেন্তাইন অধিনায়কের দিকে সকলেরই নজর থাকবে। গোটা টুর্নামেন্ট জুড়েই দুরন্ত ছন্দে রয়েছেন মেসি। চলতি বিশ্বকাপে পাঁচটি গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্টও করেছেন তিনি। মেসির খেলায় প্রতিপক্ষ থেকে প্রাক্তন খেলোয়াড়, সকলেই মন্ত্রমুগ্ধ।
মুগ্ধ কিংবদন্তিরা
আর্জেন্তিনার চিরপ্রতিদ্বন্দ্বী হিসাবে পরিচিত ব্রাজিল। তবে চলতি বিশ্বকাপে 'এলএম১০'-র খেলা প্রাক্তন বিশ্বজয়ী ব্রাজিলিয়ান অধিনায়ক কাফু পর্যন্ত প্রশংসা না করে থাকতে পারেননি। তিনি বলেন, 'আমি মেসির খেলা দারুণ পছন্দ করি। আমি চাই ওই যেন জেতে। সেরা ফুটবলারদের ভাল ফুটবল দেখতে আমার সবসময়ই ভাল, মেসি নিঃসন্দেহে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়।' ফাইনালে মাঠে নামলেই লোথার ম্যাথিউজের রেকর্ড ভেঙে বিশ্বকাপে সর্বকালের সর্বাধিক ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়বেন মেসি। সেই ম্যাথিউজ বলছেন, 'আমি আগেই বলেছি যে মেসি আমার সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড ভাঙায় আমি দারুণ খুশি। আমি চাই এবার ও যেন খেতাবটাও জেতে। ওর বর্ণময় কেরিয়ারের শেষটা বিশ্বকাপ জিতেই হওয়া উচিত।'
উচ্ছ্বসিত বাতিস্তুতা
ইতিমধ্যেই গ্যাব্রিয়েল বাতিস্তুতার (Gabriel Batistuta) এক সর্বকালীন রেকর্ড নিজের নামে করেছেন মেসি। ফাইনালে আরও রেকর্ড ভাঙার হাতছানি 'এলএম১০'-র সামনে। তবে মেসি তাঁর রেকর্ড ভাঙায় কিন্তু খুশিই হয়েছেন বাতিস্তুতা। বাতিস্তুতা তিন বিশ্বকাপ খেলে লা আলবিসেলেস্তের হয়ে সর্বাধিক ১০টি গোল করেছিলেন। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করে বাতিস্তুতার সেই রেকর্ড ভেঙে দেন মেসি। বর্তমানে তাঁর দখলে বিশ্বকাপে মোট ১১টি গোল করার কৃতিত্ব রয়েছে। মেসির মতো একজন ফুটবলার তাঁর রেকর্ড ভেঙেছেন বলে বাতিস্তুতা বরং উচ্ছ্বাসই প্রকাশ করেছেন। চলতি বিশ্বকাপে মেসি তাঁর প্রত্যাশা ছাপিয়ে গিয়েছেন বলেই জানান বাতিস্তুতা।
প্রাক্তন আর্জেন্তাইন ফরোয়ার্ড বলেন, '(মেসি রেকর্ড ভাঙায়) আমার একটুও খারাপ লাগেনি। আমার দখলে এই রেকর্ডটি থাকায় আমি খুশিই ছিলাম। তবে সত্যি বলতে যোগ্য খেলোয়াড় হিসাবেই লিও এই রেকর্ডের মালিক হয়েছে। মেসি এলিয়ান নয়, ও কেবল এমন একজন ফুটবলার যে বাকি সকলের থেকে ফুটবলটা বেশি ভাল খেলতে পারে। এমন এক যদি আপনার রেকর্ড ভাঙে, তাহলে তাতে তো হতাশ হওয়ার কিছুই নেই। ওর খেলা দেখতে পাওয়াটাই দারুণ ভাগ্যের বিষয় এবং সেটা উপভোগ করা উচিত।'
আরও পড়ুন: মেসির প্রতি সহানুভূতি নেই, দেশেবাসীর জন্যই বিশ্বকাপ জিততে বদ্ধপরিকর দেম্বেলে