Lionel Messi: আরও এক কদম এগোলাম, ম্যাচ জিতিয়ে বলছেন মেসি, স্ত্রীর সঙ্গে তুললেন ছবি
Argentina Football Team: ঘুরে দাঁড়িয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্তিনাও। টানা তিন ম্যাচ জিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে লা আলবিসেলেস্তেরা।
দোহা: বিশ্বকাপের(Fifa Qorld Cup 2022) আগেই ঘোষণা করেছিলেন যে, কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন কাতারেই। তবে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে বিস্ময়কর হারের পর আর্জেন্তিনার বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল।
ঘুরে দাঁড়িয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্তিনাও। টানা তিন ম্যাচ জিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে লা আলবিসেলেস্তেরা। শনিবার শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে খোশমেজাজে মেসি। স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে রোম্যান্টিক ছবি পোস্ট করলেন আর্জেন্তিনীয় অধিনায়ক। ছবিতে দেখা যাচ্ছে, মেসির কোলে বসে রয়েছেন আন্তোনেল্লা। দুজনই হাসছেন। সেই ছবিটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় আরও একটি পোস্ট করেছেন মেসি। সেখানে তিনি লিখেছেন, 'আরও এক কদম এগোলাম। আমাদের সমর্থন করার জন্য সকলকে ধন্যবাদ'। কোয়ার্টার ফাইনালে শুক্রবার নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্তিনা।
মেসি-মুগ্ধতা
একটা বৃত্ত যেন পূর্ণ করলেন গ্রাহাম আর্নল্ড (Graham Arnold)। অস্ট্রেলিয়ার কোচ কিংবদন্তি দিয়েগো মারাদোনার (Diego Maradona) বিরুদ্ধে খেলেছেন। আর যাঁকে মারাদোনার পর আর্জেন্তিনার সবচেয়ে বড় তারকা মনে করা হয়, সেই লিওনেল মেসির (Lionel Messi) বিরুদ্ধে যে অস্ট্রেলিয়া দল খেলল, সেই দলের কোচ গ্রাহাম। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্তিনার কাছে হারলেও, গর্বিত গ্রাহাম।
অস্ট্রেলিয়ার কোচ বলেছেন, 'আর্জেন্তিনার গর্ব করা উচিত এমন দক্ষ এক ফুটবলার ওদের দলে রয়েছে বলে। মেসি অবিশ্বাস্য। ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা। ও যে কত বড় মাপের খেলোয়াড়, সেটা জেনে ওকে নিষ্প্রভ রাখার সব রকম চেষ্টা করেছিলাম। আমার দিয়েগো আর্মান্দো মারাদোনার বিরুদ্ধে খেলার সৌভাগ্য হয়েছে। আর কোচ হিসাবে মেসির বিরুদ্ধে খেলার সৌভাগ্য হল। আর্জেন্তিনার উচিত এরকম ফুটবলার থাকার জন্য গর্ব করার।'
অস্ট্রেলিয়ার কোচ জানেন না তিনি জাতীয় দলের দায়িত্বে আর থাকবেন কি না। তবে দলের খেলায় খুশি। গ্রাহাম বলেছেন, 'ভবিষ্যৎ নিয়ে আমি কিছু ভাবিনি। আমার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আপাতত শুধু ছুটি নিয়ে ভাবছি। অলিম্পিক গেমস, বিশ্বকাপ - যতটুকু পেরেছি, তা অর্জন করেছি। এরপর কী হবে, তা নিয়ে ফুটবল সংস্থার সঙ্গে কথা বলতে হবে।'
আরও পড়ুন: মেসি অবিশ্বাস্য, বললেন মারাদোনার বিরুদ্ধে খেলা অস্ট্রেলিয়ার কোচ