Argentina vs Poland: পেনাল্টি নষ্ট মেসির, তবু পোল্যান্ডকে ২ গোলে উড়িয়ে শেষ ষোলোয় আর্জেন্তিনা
FIFA World Cup 2022: ম্যাক অ্যালিস্টার ও হুলিয়ান আলভারেজ। দুজনই গোল করলেন দ্বিতীয়ার্ধে। পোল্যান্ডকে ২-০ গোলে চূর্ণ করে শেষ ষোলোয় পৌঁছল আর্জেন্তিনা। শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন মেসিরা।
দোহা: ম্যাচের বয়স তখন ৩৮ মিনিট। পোল্যান্ড বক্সে শরীর শূন্যে ভাসিয়ে হেড করতে গেলেন লিওনেল মেসি (Lionel Messi)। ফাউল করলেন পোলিশ গোলকিপার ওয়েসেক স্কেসনে। ভার প্রযুক্তির সাহায্যে পেনাল্টি দিলেন রেফারি। যা নিয়ে তৈরি হল বিতর্ক। কারণ, অনেকের মতে, মেসি হেড করার পর ফাউল করেছিলেন স্কেসনে।
বল সাজিয়ে তৈরি হলেন মেসি। শট নিলেন ডানদিকে। কিন্তু ঝাঁপিয়ে পড়ে দুরন্ত সেভ স্কেসনের। গোটা স্টেডিয়াম তখন থমথমে। মেসিও হতাশ। স্টেডিয়ামে আশঙ্কা, গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে না তো আর্জেন্তিনাকে?
আশ্বস্ত করলেন ম্যাক অ্যালিস্টার ও হুলিয়ান আলভারেজ। দুজনই গোল করলেন দ্বিতীয়ার্ধে। পোল্যান্ডকে ২-০ গোলে চূর্ণ করে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেল আর্জেন্তিনা (Argentina vs Poland)। গ্রুপ সি-র শীর্ষে থেকে। শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন মেসিরা।
ম্যাচের শুরু থেকে জয়ের জন্য মরিয়া ছিল আর্জেন্তিনা। এই ম্যাচের অঙ্কই ছিল, পোল্যান্ডকে হারালে সরাসরি শেষ ষোলোর যোগ্যতা অর্জন করবে আর্জেন্তিনা। ড্র করলে নির্ভর করে থাকতে হবে মেক্সিকো বনাম সৌদি আরব ম্যাচের ফলের দিকে। অঙ্কের গোলকধাঁধায় স্বাভাবিক কারণেই পড়তে চাননি মেসিরা। নিজেদের ম্যাচ জেতায় জোর দিয়েছিলেন।
ম্যাচের শুরু থেকে পোলিশ বক্সে বারবার আক্রমণ করেন মেসি, অ্যাঙ্খেল দি'মারিয়ারা। কিন্তু গোলমুখ খুলতে পারেননি। বলা ভাল, আর্জেন্তিনার ফুটবলারদের সামনে দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন স্কেসনে। একটা সময় ম্যাচটা হয়ে দাঁড়িয়েছিল আর্জেন্তিনা বনাম স্কেসনে। পেনাল্টি রুখে দেওয়ার পাশাপাশি একাধিক গোল বাঁচান তিনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় আর্জেন্তিনা। পোল্যান্ড বক্সের ডানদিক থেকে ক্রস বাড়ান মোলিনা। নিখুঁত শটে স্কেসনেকে পরাস্ত করেন ম্যাক অ্যালিস্টার। ১-০ এগিয়ে যায় আর্জেন্তিনা। ৬৭ মিনিটের মাথায় দ্বিতীয় গোল আর্জেন্তিনার। এনজো ফার্নান্দেজ বল বাড়ান আলভারেজকে। ডান পায়ের নিখুঁত ইনস্টেপে ২-০ করেন আলভারেজ।
২ গোল হজম করেও আর্জেন্তিনা রক্ষণে দাঁত ফোটাতে পারেননি রবার্ট লেয়নডস্কিরা। তবে এই ম্যাচ হেরেও নক আউটে পৌঁছে গেল পোল্যান্ড। অন্য ম্যাচে মেক্সিকো ২-১ গোলে হারিয়েছে সৌদি আরবকে। পোল্যান্ড ও মেক্সিকো, দুই দলেরই পয়েন্ট সমান (৪) হলেও গোলপার্থক্যে এগিয়ে থাকায় পরের রাউন্ডে গেলেন লেয়নডস্কিরা। শেষ ষোলোয় বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের সামনে তাঁরা।
আরও পড়ুন: ফের অঘটন, ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল তিউনিশিয়া