FIFA WC 2022: ফের অঘটন, ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল তিউনিশিয়া
Qatar World Cup 2022: অন্য়দিকে আগেই শেষ ষোলোর টিকিট পাকা করে ফেলেছিল গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাই এই হার কোনও প্রভাব ফেলেনি পয়েন্ট টেবিলে।
দোহা: কাতার বিশ্বকাপে আরও একটা অঘটন। এবার ফ্রান্সকে হারিয়ে দিল তিউনিশিয়া। গ্রুপ ডি-র ম্যাচে এদিন নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও তিউনিশিয়া। এই ম্যাচ জিতলেও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল তিউনিশিয়াকে। অন্য়দিকে আগেই শেষ ষোলোর টিকিট পাকা করে ফেলেছিল গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাই এই হার কোনও প্রভাব ফেলেনি পয়েন্ট টেবিলে।
ফ্রান্স আগেই শেষ ষোলোতে জায়গা করে নেওয়ায় এই ম্যাচ ছিল নিজেদের রিজার্ভ বেঞ্চ পরীক্ষা করার পালা ফ্রান্সের জন্য। হুগো লরিস, কিলিয়ান এবাপ্পে, ডেম্বলের মত তারকা ফুটবলারদের ছাড়াই এদিন একাদশ সাজিয়েছিলেন দেশঁ। এদিন শুরুর থেকেই ফ্রান্স বেশি আক্রমণ করছিল। কিন্তু তাঁরাও গোলমুখ খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় ওয়াহি খাজরির গোলে এগিয়ে যায় তিউনিশিয়া। এরপর পরিবর্ত প্লেয়ার হিসেবে এমবাপ্পেকে নামিয়েছিলেন দেশঁ। কিন্তু শেষ মুহূর্তে গোলের মুখ খুলতে পারেননি এই তারকা স্ট্রাইকার।
ডেনমার্ককে হারাল অস্ট্রেলিয়া
ডেনমার্ককে বিশ্বকাপে টিকে থাকতে হলে ও শেষ ষোলোয় উঠতে হলে এই ম্যাচ জেতা ছাড়া আর কোনও উপায় ছিল না। যদিও প্রথমার্ধে কোনও দলই গোলমুখ খুলতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় ম্যাথু লেকি গোল করে দলকে এগিয়ে দেন। এরপর আর সমতা ফেরাতে পারেনি ডেনমার্ক। বারবার প্রতিপক্ষের ডি বক্সে হানা দিলেও শেষ কাজটি করতে পারেনি ড্যানিশ প্লেয়াররা।
২০০৬ সালে শেষবার গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পেরেছিল অস্ট্রেলিয়া। এরপর থেকে আর একবারও নক আউটে জায়গা পায়নি তারা। এবার ফের নক আউটে উঠে গেল অস্ট্রেলিয়া। অন্যদিকে এখনও পর্যন্ত চারবার দ্বিতীয় রাউন্ডে উঠতে পেরেছে ডেনমার্ক। তা হল ১৯৮৬, ১৯৯৮, ২০০২ ও ২০১৮ বিশ্বকাপে।
এদিকে, বিশ্বকাপে ইতিহাসের সাক্ষী হতে চলেছে সারা পৃথিবী। ৩ জন মহিলা রেফারি ম্যাচ পরিচালনা করবেন বৃহস্পতিবার। জার্মানি আর কোস্তারিকার মরণ বাঁচন ম্যাচে। এমনি ছবি দেখতে পাবে সারা বিশ্ব। মহিলা রেফারিদের উপস্থিতিতে অন্য মাত্রা পাবে বিশ্বকাপ।
যারা থাকবেন তাঁরা হলেন ফ্রান্সের স্টেপেনি ফ্রাপারট, ব্রাজিলের নেওজা ব্যাক, মেক্সিকোর কারিনা ডিয়াজ। স্টেপেনি থাকবেন রেফারি আর বাকিরা সহকারী রেফারি। ২০০৯ সাল থেকে ফিফার রেফারি স্টেফেনি। লিগ ওয়ান, ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ পরিচালনা করেছেন। এই বিশ্বকাপে ফ্রান্সের বাসিন্দা স্টেফেনির বাজানো বাঁশিতে শুরু হবে জার্মানি-কোস্তারিকা ম্যাচ। ২০১৫ ফিফা মহিলাদের বিশ্বকাপেও ম্যাচ খেলিয়েছেন তিনি। ২০২০, ২০২১, ২০১৯ তিনি সেরা মহিলা রেফারি নির্বাচিত হন।