Emiliano Martinez: জুলাইতেই কলকাতায় আসতে পারেন বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন গোলকিপার মার্তিনেজ
Emiliano Martinez Update: তিনি একটি প্রেমোশনাল ইভেন্টে অংশ নিতে শহরে আসবেন বলে জানা গিয়েছেন। কলকাতায় ২ দিন থাকবেন গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড জয়ী।

কলকাতা: দিয়েগো মারাদোনা এসেছিলেন। তিনি বিশ্বকাপ জিতেছেন। লিওনেল মেসিও এসেছিলেন। তিনিও বিশ্বকাপ জিতেছিলেন। এবার কলকাতায় আসতে পারেন বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইতেই কলকাতায় পা রাখতে চলেছেন মার্তিনেজ। তিনি একটি প্রেমোশনাল ইভেন্টে অংশ নিতে শহরে আসবেন বলে জানা গিয়েছেন। কলকাতায় ২ দিন থাকবেন গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড জয়ী। জুনের শেষের দিকে বা জুলাইয়ের শুরুর দিকে আসতে পারেন মার্তিনেজ।
উল্লেখ্য, ৩৬ বছর পর নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছিল আর্জেন্তিনা ফুটবল দল। এই জয়ে এমিলিয়ানো মার্টিনেজের ভূমিকা রয়েছে বিশাল। অতিরিক্ত সময়ে ৩-৩ স্কোরলাইনে ম্যাচ শেষ হওয়ার পর পেনাল্টিতে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ জিতল আর্জেন্তিনা। বিশ্বকাপের মঞ্চে সম্ভবত নিজের শেষ ম্যাচে অবশেষে বিশ্বখেতাব জিতলেন লিওনেল মেসি। ফাইনালে জোড়া পেনাল্টি বাঁচিয়ে ফের একবার আর্জেন্তিনার হয়ে নায়ক হয়ে উঠেন এমিলিয়ানো মার্তিনেজ। তাঁকে বিশ্বকাপের সেরা গোলকিপার হিসাবে গোল্ডেন গ্লাভস দেওয়া হয়।
মাত্র দ্বিতীয় ফুটবলার হিসাবে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন এমবাপে। তবে নাগাড়ে দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জয় অধরাই রয়ে গিয়েছে। অবশ্য বিশ্বকাপ হাতছাড়া করলেও, টুর্নামেন্টে মোট আটটি গোল করে এমবাপেই গোল্ডেন বুট জিতলেন।
বিশ্বকাপে নিজের খেলার নজর কেড়েছেন এনজো ফার্নান্ডেজ। ২১ বছর বয়সি এনজোকেই বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়।
ক্য়ান্সার আক্রান্ত হিথ স্ট্রিক
শরীরে মারণরোগ বাসা বেঁধেছে জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার ও জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিকের। আফ্রিকান উপমহাদেশের অন্যতম সেরা ক্রিকেটারদের মধ্যে একজন স্ট্রিক। জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই প্রাক্তন অলরাউন্ডার। জিম্বাবোয়ের বর্তমান ক্রিকেট দলের অধিনায়ক শন উইলিয়ামস তাঁর বিবৃতিতে জানিয়েছেন, ''হিথ কোলন এবং লিভারের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। যা বর্তমানে চার নম্বর স্টেজে আছে। এই পর্যায়ে আমি যা জানি তা হল, হিথের নিকটবর্তী ও পরিবারকে দক্ষিণ আফ্রিকায় ডাকা হয়েছে তার সঙ্গে দেখা করতে।''
জিম্বাবোয়ের ক্রীড়ামন্ত্রী তাঁর ট্যুইটারে লিখেছেন, ''জীবনের শেষ পর্যায়ে রয়েছেন হিথ স্ট্রিক। তাঁর পরিবারের সদস্যরা দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিয়েছেন। একমাত্র কিছু মিরাক্যালই হয়ত ওঁকে বাঁচাতে পারে। গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমী মানুষের কাছে আবেদন, সবাই প্রার্থনা করুন।''
দেশের জার্সিতে ১৯৯৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হিথ স্ট্রিকের। ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতীয় দল জার্সিতে খেলেছেন তিনি। ৪৯ বছর বয়সি এই প্রাক্তন অলরাউন্ডার দেশের হয়ে ৬৫টি টেস্ট খেলেছেন। একই সঙ্গে ১৮৯টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। টেস্টে তাঁর ঝুলিতে রয়েছে ২১৬ উইকেট। ওয়ান ডে ফর্ম্যাটে ২৩৯ উইকেট নিয়েছেন স্ট্রিক। ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।






















