Flying Museum Honouring Maradona: গন্তব্য কাতার বিশ্বকাপ, মারাদোনাকে অভিনব সম্মান জানাতে তৈরি উড়োজাহাজ
Flying Museum: দিয়েগো মারাদোনাকে (Diego Maradona) অভিনব সম্মান জানাতে বিশেষ প্লেনের যাত্রা শুরু করেছে। পুরো আর্জেন্তিনা ঘুরে নভেম্বরে কাতার বিশ্বকাপে গিয়ে যাত্রা শেষ হবে প্লেনটির।
বুয়েনস আয়ার্স: আর কয়েক মাস পরেই শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ (Qatar Football World Cup)। কাতারে এবার বসছে বিশ্বকাপের আসর। আর সেই বিশ্বকাপে প্রয়াত দিয়েগো মারাদোনাকে (Diego Maradona) অভিনব সম্মান জানাতে বিশেষ প্লেনের যাত্রা শুরু করেছে। পুরো আর্জেন্তিনা ঘুরে নভেম্বরে কাতার বিশ্বকাপে গিয়ে যাত্রা শেষ হবে প্লেনটির।
‘দ্য ট্যাঙ্গো ডিটেনএস’ নামের ১২ সিটের প্লেনটির পুরো ইন্টিরিয়র ও খরচ করেছে আর্জেন্তিনার একটি ফিন্যান্সিয়াল টেকনোলজি কোম্পানি। প্লেনটি মূলত একটি 'উড়ন্ত জাদুঘর’।
২০২২ সালের নভেম্বরে প্রয়াত হয়েছিলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন মারাদােনা। এই বিশেষ প্লেনটিতে বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন ফরোয়ার্ডের বিভিন্ন কীর্তি তুলে ধরতে বিভিন্ন আয়োজন থাকছে। বিশেষ এই প্লেনের গায়ে মারাদোনার বিশ্বকাপ ট্রফিতে চুমু খাওয়ার সেই বিখ্যাত ছবি আঁকা রয়েছে।
এছাড়াও প্লেনটির দুই পাখায় ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্তিনার ২-১ ব্যবধানে জেতা ম্যাচে দিয়েগোর দুই গোলের মুহূর্ত আঁকা রয়েছে। বাঁ পাশের পাখায় সেই বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ এবং ডান পাশের পাখায় জয়সূচক সেই গোলটির ছবি, যে গোলটিকে বলা হয় সর্বকালের সেরা।
আগামী ২১ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ ফুটবল। সাধারণত বছরের মাঝামাঝি সময়ে হয় এই প্রতিযোগিতা। কিন্তু কাতারের উষ্ণ আবহাওয়ার কারণে এবার শীতকালে হচ্ছে বিশ্বকাপ। প্রথম ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। অন্যদিকে ইকুয়েডরের মুখোমুখি হবে কাতার। ইংল্যান্ডও প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে খেলতে নামবে। একদিনে চারটে করে ম্যাচ হবে। ১২ দিন ধরে গ্রুপ পর্বের ম্যাচ চলবে।
গ্রুপ লিগের ম্যাচের পর রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ শুরু হবে ৩-৬ ডিসেম্বর পর্যন্ত। এরপর কোয়ার্টার ফাইনালের ম্যাচ হবে ৯ ও ১০ ডিসেম্বর। সেমিফাইনাল হবে ১৩, ১৪ ও ১৭ ডিসেম্বর। আগামী ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপের ফাইনাল।