ATK Returns: ফের আসছে এটিকে? কোন দলের সঙ্গে জোট বাঁধছে স্পেনের ক্লাব?
Football News: ভারতীয় ফুটবলে কি ফিরতে চলেছে এটিকে? আতলেতিকো মাদ্রিদ?
কলকাতা: একটা সময় 'রিমুভ এটিকে' আন্দোলন ঘিরে সরগরম হয়ে উঠেছিল ময়দান। যে আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। গত আইএসএলে (ISL) চ্যাম্পিয়ন হওয়ার পর মোহনবাগানের (ATK Mohun Bagan) অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেন যে, পরেরবার থেকে নতুন নামে খেলবে ক্লাব। মোহনবাগান সুপার জায়ান্টস নামে আইএসএলে নামবে সবুজ-মেরুন শিবির।
কিন্তু ভারতীয় ফুটবলে কি ফিরতে চলেছে এটিকে? আতলেতিকো মাদ্রিদ?
মোহনবাগানের নামের সামনে থেকে উঠে গেলেও ভারতীয় ফুটবলে হয়তো অস্তিত্ব মুছে যাচ্ছে না 'এটিকে'-র। তবে মোহনবাগানের সঙ্গে নতুন কোনও গাঁটছড়া নয়। একটি সূত্র অনুযায়ী, কলকাতার একটি সংস্থার হাত ধরে ২০২৩-২৪ মরশুমে আই লিগে খেলতে পারে আতলেতিকো দি মাদ্রিদ। যে সংস্থা কাশী থেকে আই লিগ খেলার জন্য দরপত্র তুলেছে বলে খবর। যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং ওই সংস্থা যদি কোনও দল পায়, তাহলে নয়া দলের নাম হতে পারে ‘আতলেতিকো দি কাশী’। যদিও বিষয়টি এখনও আলোচনার স্তরে। আনুষ্ঠানিকভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি।
মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) তরফে জানানো হয়েছে, আই লিগে সরাসরি খেলার জন্য পাঁচটি দরপত্র জমা পড়েছে। যে তালিকায় আছে কলকাতার ওয়াইএমএস ফিনান্স প্রাইভেট লিমিটেড, পাঞ্জাবের সিডস প্রাইভেট লিমিটেড, বেঙ্গালুরুর নিমিদা ইউনাইটেড স্পোর্টস ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড, দিল্লির কনক্যাটেনেট অ্যাডভেস্ট অ্যাডভাইজরি প্রাইভেট লিমিটেড এবং গুরগাঁওয়ের বাঙ্কেরহিল প্রাইভেট লিমিটেড। ওই পাঁচটি দরপত্র খতিয়ে দেখা হচ্ছে বলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে।
View this post on Instagram
কলকাতার যে ওয়াইএমএস ফিনান্স প্রাইভেট লিমিটেড আই লিগের দল কেনার জন্য দরপত্র জমা দিয়েছে, সেই দল আদতে কাশী থেকে দল নামাতে চাইছে বলে সূত্রের খবর। ওই সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কাশীর দলের সঙ্গে যুক্ত হতে পারে আতলেতিকো মাদ্রিদ। নতুন দলের নামের সঙ্গে ‘এটিকে’ জুড়বে বলে দাবি করা হয়েছে কোনও কোনও মহল থেকে।