2026 FIFA World Cup: ২০২৬ বিশ্বকাপে কি খেলবে ভারত? সুনীল ছেত্রীদের কপাল খুলতে পারে কোন অঙ্কে?
Football News: ভারতের গ্রুপে রয়েছে কাতার, কুয়েত ও আফগানিস্তান। এই গ্রুপে আপাতত শীর্ষে কাতার। ভারতকে ৩-০ গোলে হারানো ছাড়াও আফগানিস্তানকে ৮-১ গোলে বিধ্বস্ত করেছে তারা।
নয়াদিল্লি: প্রথম ম্যাচে কুয়েতকে (Indian Football Team) হারিয়ে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)। তবে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের দ্বিতীয় ম্যাচেই কাতারের কাছে ৩-০ গোলে হেরে জোরাল ধাক্কা খেয়েছে ভারত। এরপরে কি ২০২৬ সালের বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে সুনীল ছেত্রীদের?
ভারতের গ্রুপে রয়েছে কাতার, কুয়েত ও আফগানিস্তান। এই গ্রুপে আপাতত শীর্ষে কাতার। ভারতকে ৩-০ গোলে হারানো ছাড়াও আফগানিস্তানকে ৮-১ গোলে বিধ্বস্ত করেছে তারা। আফগানিস্তানকে ৪-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কুয়েত। ভারতের কাছে হরারলেও, গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুইয়ে উঠে এসেছে কুয়েত। আর ভারত নেমে গিয়েছে তিন নম্বরে। দুটি ম্যাচে হেরে গ্রুপে চার নম্বরে রয়েছে আফগানিস্তান। এই মুহূর্তে ভারতের গোলপার্থক্য -২। কুয়েতের +৩।
তবে এর পরেও গ্রুপে দু'নম্বরে থেকে শেষ করতে পারে ভারত। আর তাহলে ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছে যাবে ভারত।
সুনীল ছেত্রীরা কি বিশ্বকাপের মূল পর্বে উঠতে পারবেন? সেই সুযোগ রয়েছে? যোগ্যতা অর্জনকারী পর্বে গ্রুপ এ-তে চার দলই চলতি নভেম্বর থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত দু'বার করে একে অপরের বিরুদ্ধে খেলবে। হোম ও অ্যাওয়ে ম্যাচ ফর্ম্যাটে। ২০২৭ সালে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করার জন্য সুনীলদের গ্রুপে প্রথম দুইয়ের মধ্যে থাকতেই হবে।
আর প্রথম দুইয়ের মধ্যে থাকলে ২০২৪ সালে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের তৃতীয় রাউন্ডেও জায়গা করে নেবে ভারত। সেখানে প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সরা থাকবে। তৃতীয় রাউন্ডের প্রত্যেক গ্রুপের সেরা দুই দল ২০২৬ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। তবে তৃতীয় রাউন্ডে প্রথম দুইয়ের মধ্যে থাকতে না পারলেও বিশ্বকাপে খেলতে পারে ভারত।
কীভাবে? তৃতীয় রাউন্ডে প্রত্যেক গ্রুপের তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দল চতুর্থ রাউন্ডে খেলবে। চতুর্থ রাউন্ডে সব দলকে ৩টি করে দেশ মিলিয়ে দুটি গ্রুপে ভাগ করা হবে। নিরপেক্ষ মাঠে সেই দলগুলি একটি করে ম্যাচ খেলবে। যে দল গ্রুপ শীর্ষে থাকবে, বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। রানার আপ দলগুলি পৌঁছবে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের পঞ্চম রাউন্ডে।
পঞ্চম রাউন্ডে হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে খেলা হবে। জয়ী দল প্লে-অফ খেলার সুযোগ পাবে। সেখান থেকে খুলে যেতে পারে বিশ্বকাপের দরজা।
অর্থাৎ ভারত দ্বিতীয় রাউন্ডে প্রথম দুইয়ের মধ্যে শেষ করলে ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা বেঁচে থাকবে।
আরও পড়ুন: সূ্র্য, ঈশানের অর্ধশতরান, রিঙ্কুর ব্যাটে শেষ বলে নাটকীয় জয় ভারতের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।