Argentina Football Team: বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামছেন মেসিরা, সাজ সাজ রব আর্জেন্তিনায়
Argentina: সৌদি আরবের বিরুদ্ধে মঙ্গলবার বিশ্বকাপে আর্জেন্তিনার প্রথম ম্যাচ। আর্জেন্তাইন সময় অনুযায়ী সকাল ৭টায় শুরু হবে ম্যাচ। তার আগেই খুলে যাচ্ছে বেকারি।
দোহা: লুসেল স্টেডিয়ামে আজ বিশ্বকাপে (FIFA World Cup) মাঠে নামছে লিওনেল মেসির (Lionel Messi) নেতৃত্বাধীন আর্জেন্তিনা দল (Argentina Football Team)। দীর্ঘ ৩৬ বছরের ট্রফির খরা কাটিয়ে কোপা আমেরিকা জেতা হয়ে গিয়েছে। এবার লক্ষ্য তৃতীয় বিশ্বকাপ জয়। কোপা চ্যাম্পিয়নদের এই বিশ্বকাপের জন্য অন্যতম ফেভারিট ধরা হচ্ছে। দলের আক্রমণ, মাঝমাঠ এবং রক্ষণে রয়েছে দারুণ ভারসাম্য এবং অবশ্যই দলে রয়েছেন মেসি। বিশ্বকাপে লা আলবিসেলেস্তের প্রথম ম্যাচের আগে সাজ সাজ রব মেসিদের দেশ আর্জেন্তিনায়।
¡Vamos Argentina! 🇦🇷🙌 pic.twitter.com/Y9pnU8Sd8I
— Horacio Rodríguez Larreta (@horaciorlarreta) November 22, 2022
সাজ সাজ রব
কাতারের সঙ্গে আর্জেন্তিনার সময়ের বিস্তর পার্থক্য। আর্জেন্তিনায় মঙ্গলবার একেবারে ভোরবেলায় শুরু হবে বিশ্বকাপের ম্যাচ। আর্জেন্তাইন সময় অনুযায়ী সকাল ৭টা। তাই ভোর ভোর হালকা শীতের আমেজ উপভোগ করতে করতে দেশবাসী যাতে মেসিদের ম্য়াচ দেখতে পারেন, তাই নির্ধারিত সময়ের আগেই ভোর ৬টায় দেশের সিংহভাগ বেকারি খুলে দেওয়া হচ্ছে। সেখানে কেকের রঙেও এসেছে বদল। রেড ভেলভেটের কেকের রঙ বদলে তা আলবিসেলেস্তের নীল সাদা রঙে সেজে উঠেছে। এক বিখ্যাত কেক বিক্রেতার বলছেন যে ঠিক কতটা পরিমান কেক বিক্রি হবে তিনি তার আন্দাজ করতে না পারলেও, নিঃসন্দেহে ফুটবল টুর্নামেন্টের সময় কেক, পেস্ট্রির চাহিদা স্বাভাবিকের তুলনায় বেশি হয়।
ম্যাচের আগের দিন আর্জেন্তিনার বিভিন্ন বিখ্যাত স্মৃতিস্তম্ভগুলিও আর্জেন্তিনা জাতীয় দলের সম্মানে সেজে উঠেছে। দেশের রাজধানী বুইনস আইরসের বিখ্যাত স্তম্ভকে দেশের জার্সির মতোই নীল সাদা রঙে রাঙিয়ে দলকে উৎসাহ প্রদানের চেষ্টা করা হয়েছে। রাজধানীর থেকে সামান্যই দূরে রোসারিওতে আবার ঘরের ছেলেদের ছবি ফুটে উঠেছে স্মৃতিস্তম্ভে। আর্জেন্তাইন দলের দুই কংবদন্তি ফুটবলার মেসি এবং অ্যাঙ্খেল দি মারিয়া (Angel Di Maria) উভয়েই রোসারিওর ঘরের ছেলে। তাঁদের ঘিরে উচ্ছ্বাসের অন্ত ছিল না। রোসারিওর বিখ্যাত স্মৃতিস্তম্ভে মেসি ও দি মারিয়ার ছবি ভেসে উঠে।
রোসারিওর ঘরের ছেলে
আর্জেন্তিনার সময় অনুযায়ী রাত ৮.৩০ টা নাগাদ শো শুরু হয়। রোসারিওর জনগণ সেই শো দেখতে রাস্তায় কাতারে কাতারে ভিড় জমান। ছবিগুলির ব্যাকগ্রাউন্ডে মারাদোনার ঐতিহাসিক 'লাইফ ইজ লাইফ' গানটিও বাজানো হয়। চলে এক থেকে ১০ অবধি কাউন্টডাউন। ঘরের ছেলেদের ছবি সামনে আসতেই রোসারিওর জনগণের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এত উচ্ছ্বাস, উদ্দীপনার মাঝে মেসিরা মাঠে নেমে নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচ জিততে পারেন কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।
আরও পড়ুন: আজ মাঠে নামছেন লিওনেল মেসি, কখন, কোথায় দেখবেন আর্জেন্তিনা বনাম সৌদি আরব ম্য়াচ?