Lionel Messi: মুকুটে নতুন পালক, সারা বছরে ইন্টার মিয়ামির জার্সিতে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মেসি
Lionel Messi Award: ২০২৩ সালে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। আর্জেন্তিনার জার্সিতে ২০২২ সালে বিশ্বকাপ জেতার পরই আমেরিকার ক্লাবের হয়ে খেলতে এসেছিলেন ৩৭ বছরের তারকা স্ট্রাইকার।
মিয়ামি: কেরিয়ারের সায়াহ্নে পৌঁছেও এখনও চমক দিয়েই চলেছেন লিওনেল মেসি (Lionel Messi)। এবার ক্লাব ফুটবলে নিজের ধারাবাবাহিক পারফরম্য়ান্সের জন্য পুরস্কৃত হলেন আর্জেন্তাইন সুপারস্টার। মুকুটে জুড়ল নতুন পালক। মেজর সকার লিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার নির্বাচিত হলেন বিশ্বজয়ী আর্জেন্তিনার প্রাক্তন অধিনায়ক। তাঁর নেতৃত্বে ইন্টার মিয়ামি (Inter Miami) এই মরশুমে মোট ১২ ম্য়াচ জিতেছে ও ৬ ম্য়াচ ড্র করেছে। নিজে ২০ ম্যাচ খেলে ২০টি গোল করেছেন ও ১৬টি গোলে সতীর্থকে সাহায্য করেছেন। এক মরশুমে রেকর্ড ৭৪ পয়েন্ট মেসির নেতৃত্বাধীন ইন্টার মিয়ামি সংগ্রহ করেছিল। এছাড়াও মেসির দুরন্ত পারফরম্য়ান্সের সৌজন্যেই প্রথমবারের জন্য সাপোর্টার শিল্ড ট্রফি জেতে ইন্টার মিয়ামি।
মেজর সকার লিগের এই পুরস্কার ১৯৯৬ সাল থেকে দেওয়া হয়ে থাকে। ২০২৩ সালে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। আর্জেন্তিনার জার্সিতে ২০২২ সালে বিশ্বকাপ জেতার পরই আমেরিকার ক্লাবের হয়ে খেলতে এসেছিলেন ৩৭ বছরের তারকা স্ট্রাইকার। ইতিমধ্যেই ঝুলিতে রয়েছে সর্বাধিক আটটি ব্যাঁল ডি অর। এবার প্রথম মরশুমের শেষেই মেজর সকার লিগের সেরা ফুটবলারও নির্বাচিত হলেন মেসি।
মেজর সকার লিগে ফাইনালে যদিও জায়গা করে নিতে পারেনি ইন্টার মিয়ামি। শনিবার ৭ ডিসেম্বরই ফাইনাল রাতে। মেসি বলছেন, ''আমি চেয়েছিলাম এই পুরস্কারটি অবশ্য়ই ফাইনাল জিতে তারপর নিতে। কিন্তু পারলাম না। আমরা এই বছর মেজর সকার লিগ জিততে না পারলেও আমাদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু সেই আশা পূর্ণ হয়নি আমাদের। আশা করি আগামী বছর আরও শক্তিশালী হয়ে ফিরতে পারব আমরা।'' উল্লেখ্য, এই বছর মেজর সকার লিগে এলএ গ্যালাক্সি ও নিউ ইয়র্ক রেড বুলসের মধ্যে ফাইনাল ম্য়াচ আয়োজিত হবে।
নতুন মরশুমে লিওনেল মেসি এবার কোচ হিসাবে পেলেন ২০১৪ বিশ্বকাপের সতীর্থ হাভিয়ের মাসচেরানোকে। আর্জেন্তিনার প্রাক্তন ডিফেন্ডারকে কোচ হিসাবে নিয়োগ করল ইন্টার মায়ামি। তাতা মার্তিনোর স্থলাভিষিক্ত হলেন মাসচেরানো। তবে মায়ামির দায়িত্ব নেওয়ার জন্য আর্জেন্তিনার যুব দলের দায়িত্ব ছাড়তে হচ্ছে ৪০ বছর বয়সী মাসচেরানোকে। কোচিং কেরিয়ার সবে শুরু করেছেন আর্জেন্তিনার প্রাক্তন ফুটবলার। যিনি আর্জেন্তিনা জাতীয় ফুটবল দলের অধিনায়কও ছিলেন। মাসচেরানোর কাছে ইন্টার মায়ামির কোচিং বড় এক চ্যালেঞ্জ হতে চলেছে বলেই মনে করছে ফুটবল বিশ্ব।
আরও পড়ুন: বাংলাদেশের হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি ইস্টবেঙ্গলের