Bangladesh: অশান্তির জেরে বাড়ি ফিরতে পারছেন না বাংলাদেশ থেকে আসা বহু পড়ুয়া | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন উচ্চশিক্ষার জন্য। কিন্তু সেখানকার পরিস্থিতি দেখে, আপাতত ঘরমুখী হওয়ার কথা ভাবতেও পারছেন না বহু পড়ুয়া। ভারতকেই বেছে নিচ্ছন নিরাপদ আশ্রয় হিসাবে। আর শুনতে অবাক লাগলেও, এই তালিকায় রয়েছেন বাংলাদেশের মুসলিম নাগরিকও। এদিকে মালদা ও ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সব হোটেলের দরজা।
আরও খবর
ভারত-বিদ্বেষের মধ্যেই আরও কাছাকাছি বাংলাদেশ-পাকিস্তান। পাক নাগরিকদের অবাধ ভিসা ঘোষণার পর এবার বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত। 'বাংলাদেশ-পাকিস্তান সরাসরি উড়ান পরিষেবা চালু হলে দু'দেশের বাণিজ্যিক সম্পর্কের উন্নতি হবে'। দাবি পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের। আগেই বিএনপি নেত্রী খালেদা জিয়ার বাড়ি গিয়ে বৈঠক পাক হাই কমিশনারের।
চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে বাংলাদেশেই প্রশ্নের মুখে মহম্মদ ইউনূস। ইউনূসের সামনে দাঁড়িয়েই সন্ন্যাসীর মুক্তির দাবিতে সরব বাংলাদেশের কবি। কেন গ্রেফতার করা হল সন্ন্যাসীকে? ইউনূসকে প্রশ্ন বাংলাদেশের বিশিষ্ট কবি ফরহাদ মজহারের। 'আমি চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে কথা বলেছি, তাঁকে রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি'। 'সন্ন্যাসীর কোনও মন্তব্যের ভিন্নমত থাকতেই পারে'। কেন গ্রেফতার করা হল? আইনি ভিত্তি কী? ইউনূসকে প্রশ্ন বাংলাদেশের বিশিষ্ট ফরহাদ মজহারের।