এক্সপ্লোর
(Source: Poll of Polls)
Neymar Jr: চোট আঘাতে জর্জরিত হয়ে অবসর নিতে চলেছেন নেমার? বিদায়ের দিনক্ষণ নিয়ে মুখ খুললেন তারকা ব্রাজিলিয়ান
Brazil Football Team: ব্রাজিলের হয়ে ২০২৬ সালের বিশ্বকাপে নিজের সর্বস্বটা উজাড় করে দিতে চান নেমার।
ব্রাজিলের হয়ে নেমারর বিদায়বেলা ঘনিয়ে এসেছে? (ছবি: নেমারের ফেসবুক)
1/10

আল হিলালে রেকর্ড অর্থের বিনিময়ে যোগ দেওয়ার পর থেকেই চোট আঘাতে ভুগছেন নেমার।
2/10

২০২৩ সালে সৌদির ক্লাবে যোগ দেওয়ার পর মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। তাঁর ভবিষ্যৎ নিয়েজোর জল্পনা।
3/10

এর মাঝেই নিজের অবসর প্রসঙ্গে স্পষ্ট ইঙ্গিত দিলেন ব্রাজিলিয়ান মহাতারকা ফুটবলার।
4/10

নেমারকে অতীতে বলতে শোনা গিয়েছিল ব্রাজিলয়ান সমর্থকরা তাঁকে যোগ্য সম্মান দেন না, তাই তিনি খুব বেশিদিন হয়তো খেলবেন না।
5/10

এবার জাতীয় দলের হয়ে তিনি কতদিন খেলবেন, সেই দিনক্ষণ কার্যত জানিয়েই দিলেন ব্রাজিলিয়ান তারকা।
6/10

আসন্ন ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে বলে জানান নেমার।
7/10

তিনি বলেন, 'আমি চেষ্টা তো করব, যাতে ওই বিশ্বকাপে খেলতে পারি। জাতীয় দলের অংশ হওয়ার জন্য যা যা করণীয়, আমি সবটা করব। আমি জানি এটাই আমার শেষ বিশ্বকাপ, শেষ সুযোগ, শেষ প্রয়াস, তাই এই বিশ্বকাপ খেলার জন্য আমার সাধ্যের মধ্যে যা যা সম্ভব, সবটা করব।'
8/10

ব্রাজিলিয়ান তারকার এহেন মন্তব্য যেরকম ব্রাজিল সমর্থকদের জন্য উদ্বেগের, তেমনই তাঁর আরেক মন্তব্য সমর্থকদের মুখে হাসি ফোটাবে।
9/10

নেমারের প্রাক্তন দুই সতীর্থ লুইস সুয়ারেজ ও লিওনেল মেসি আপাতত একসঙ্গে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামছেন। তিনিও সেখানে যোগ দিতেই পারেন, এমনই পূর্বাভাস দিলেন নেমার।
10/10

'মেসি ও সুয়ারেজের সঙ্গে আবার খেলতে পারার বিষয়টা দারুণ হবে। ওরা আমার বন্ধু এবং আমরা এখনও একে অপরের সঙ্গে কথাবার্তা বলি। ওই ত্রয়ীকে আবার একসঙ্গে মাঠে দেখাটা তো নিঃসন্দেহে বেশ ভাল বিষয় হবে।' বলেন তারকা ফুটবলার। ছবি- নেমারের ফেসবুক
Published at : 09 Jan 2025 04:42 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























