Messi Copa America: কোপা আমেরিকার সেমিফাইনালে মেসিদের প্রতিপক্ষ কারা, নির্ধারিত হয়ে গেল
Argentina Football Team: টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে টাইব্রেকারে হারিয়ে দিল কানাডা। প্রথমবার কোপা আমেরিকা খেলতে নেমেই সেমিফাইনালে জায়গা করে নিল তারা।
হিউস্টন: কোপা আমেরিকার (Copa America) সেমিফাইনালে পৌঁছে গিয়েছে লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্তিনা (Argentina Football Team)। শেষ চারে গতবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কারা? নির্ধারিত হয়ে গেল শনিবার।
টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে টাইব্রেকারে হারিয়ে দিল কানাডা। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ থাকার পর শুরু হয় টাইব্রেকার। সেখানে ভেনেজুয়েলাকে ৪-৩ গোলে হারাল কানাডা। সেমিফাইনালে এবার আর্জেন্তিনার সামনে কানাডা।
কোপা আমেরিকায় একই গ্রুপে ছিল আর্জেন্তিনা ও কানাডা। টুর্নামেন্টে মেসিদের অভিযান শুরুই হয়েছিল কানাডার বিরুদ্ধে ম্যাচ দিয়ে। সেই ম্যাচে ২-০ গোলে কানাডাকে হারিয়েছিল আর্জেন্তিনা। এবার শেষ চারের লড়াইয়ে ফের সেই কানাডার মুখোমুখি লা আলবিসেলেস্তেরা।
চলতি কোপা আমেরিকার এখনও পর্যন্ত শেষ হওয়া দুটি কোয়ার্টার ফাইনালেরই ফয়সালা হল টাইব্রেকারে। শুক্রবার আর্জেন্তিনা বনাম ইকুয়েডর ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে শেষ হওয়ার পর খেলার ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। সেখানে প্রথম শট নিতে গিয়েছিলেন মেসি। তবে তাঁর পানেনকা শট ইকুয়েডরের গোলকিপারকে পরাস্ত করেও ক্রসবারে ধাক্কা খেয়ে ফিরে আসে।
মেসি গোল নষ্ট করায় অনেকে অশনি সংকেত দেখেছিলেন। তবে আর্জেন্তিনার উদ্ধারকর্তা হয়ে হাজির হন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ়। টাইব্রেকারে পরপর ২টি গোল বাঁচিয়ে আর্জেন্তিনার জয়ের ভিত গড়ে দেন দিবুই। ইকুয়েডরকে টাইব্রেকারে ৪-২ হারিয়ে সেমিফাইনালে পৌঁছয় ১৫ বারের কোপা চ্যাম্পিয়ন আর্জেন্তিনা।
#SelecciónMayor Luego del pase a las semifinales de @CopaAmerica, el equipo albiceleste, trabajó en la ciudad de #Houston.
— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) July 6, 2024
Mañana, habrá práctica matutina y salida por la tarde hacia Nueva Jersey. pic.twitter.com/wxU5Jmel9r
শনিবার ভারতীয় সময় সকাল সাড়ে ৬টার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল কানাডা ও ভেনেজুয়েলা। শুরুর ১২ মিনিটে গোল করে এগিয়ে যায় কানাডা। দ্বিতীয়ার্ধে গোল শোধ করে ভেনেজুয়েলা। শেষ পর্যন্ত ম্যাচের ফয়সালা হয় টাইব্রেকারে।
কবে আর্জেন্তিনা বনাম কানাডা সেমিফাইনাল? ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে পাঁচটায়। নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মেট লাইফ স্টেডিয়ামে কানাডার বিরুদ্ধে খেলবেন মেসিরা। আর্জেন্তিনার ফিফা ব়্যাঙ্কিং ১। কানাডা রয়েছে ৪৮ নম্বরে। প্রথমবার কোপা আমেরিকা খেলতে নেমেই সেমিফাইনালে জায়গা করে নিল তারা।
বাকি দুই কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার সামনে পানামা। ব্রাজিল খেলবে উরুগুয়ের বিরুদ্ধে।
আরও পড়ুন: সাহস হয় কী করে! ভারতের কোন ক্রিকেটারকে বললেন প্রধানমন্ত্রী?