Cristiano Ronaldo Son: পর্তুগালের জার্সিতে অভিষেক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছেলের
Cristiano Ronaldo Junior: ক্রোয়েশিয়ায় আয়োজিত জাপানের বিরুদ্ধে বয়সভিত্তিক ম্য়াচে ৪-১ গােল জয় ছিনিয়ে নিয়েছিল পর্তুগাল। ১৪ বছরের ছোট্ট ক্রিশ্চিয়ানো জুনিয়র ম্য়াচে ৫৪ মিনিটের মাথায় মাঠে নেমেছিল।

লিসবন: পর্তুগালের জার্সিতে অভিষেক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়রের। বাবার পর এবার ছেলেও দেশের জার্সিতে নামল মাঠে। তবে বাবার মত সিনিয়র দলের জার্সিতে নয়। রোনাল্ডো জুনিয়র দেশের জার্সিতে অনূর্ধ্ব ১৫ ম্য়াচে খেলতে নেমেছিল জাপানের বিরুদ্ধে। ছেলের অভিষেক দেখে সোশ্য়াল মিডিয়ায় কিংবদন্তি পর্তুগিজ সুপারস্টার লিখলেন, ''আমি ভীষণ গর্বিত।''
ক্রোয়েশিয়ায় আয়োজিত জাপানের বিরুদ্ধে বয়সভিত্তিক ম্য়াচে ৪-১ গােল জয় ছিনিয়ে নিয়েছিল পর্তুগাল। ১৪ বছরের ছোট্ট ক্রিশ্চিয়ানো জুনিয়র ম্য়াচে ৫৪ মিনিটের মাথায় মাঠে নেমেছিল। মাঠে খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন রোনাল্ডোর মা ডলোরেস আভেরিও।
পাঁচবারের ব্যাঁল ডি অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজের ইনস্টাগ্রাম পোস্টে ছেলের অভিষেকের খবর জানিয়ে লিখেছেন, ''পর্তুগালের জার্সিতে তোমার অভিষেকের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমার জন্য আমি খুব গর্বিত।"
দেশের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একজন মহীরুহ। এখনও পর্যন্ত ১৩৬ গোল করেছেন ৪০ বছরের এই তারকা স্ট্রাইকার। ২০১৬ সালে ইউরো কাপ জিতেছিলেন পর্তুগলের অধিনায়ক হিসেবে। ২০১৯ সালে নেশন্স লিগ জিতেছিলেন। ২০২২ সালে সৌদির ক্লাব আল নাসেরে যোগ দিয়েছিলেন রোনাল্ডো।
এদিকে, ওল্ড ট্র্যাফোর্ডে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের খারাপ সময় কাটছে না। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে হতাশাজনকভাবে ২-০ ব্যবধানে হেরে গেল তারা। টমাস সউচেক এবং জ্যারোড বাওয়েনের গোল গ্রাহাম পটারের দলকে জয় এনে দিয়েছে। বেশ কিছু সুযোগ নষ্টের খেসারত দিতে হল ম্যান ইউকে। দ্বিতীয়ার্ধে ধারাবাহিক চাপ তৈরি করা সত্ত্বেও রেড ডেভিলরা সফলভাবে পাল্টা আক্রমণ করতে পারেনি। সারা ম্যাচে একবারও প্রতিপক্ষের গোলমুখ খুলতে পারেনি ম্যান ইউ। ম্যাচের ২৬ মিনিটে টমাস সউচেক প্রথমবার বল জড়ান ম্যাঞ্চেস্টারের জালে। ৫৭ মিনিটের মাথায় ওয়েস্টহ্যামের হয়ে দ্বিতীয় গোলটি করেন বাওয়েন। এই ম্যাচের পরে লিগ টেবিলের ১৬ নম্বরে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ৩৬ ম্যাচে ১০টি জয়-সহ ৩৯ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে। ম্যান ইউ চলতি প্রিমিয়র লিগে এই নিয়ে ১৭টি ম্যাচে হারল। ৩৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে রয়েছে ওয়েস্টহ্যাম। তারাও জিতেছে মোট ১০টি ম্যাচ।
ইউরোপা লিগের সেমিফাইনালে দাপট দেখিয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ইউরোপা লিগের সেমিফাইনালে টটেনহ্যাম হটস্পারও চনমনে ছিল। ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি এই দুই দলই। তবে সেই ফাইনালের আগে প্রিমিয়ার লিগে দুই ক্লাবেরই মধুর অভিজ্ঞতা হল না। রবিবার প্রিমিয়ার লিগে হেরে গেল দুই দলই।






















