Ronaldo on Pepe Retirement: খেলোয়াড় হিসাবে ফুটবলকে বিদায় জানাচ্ছেন পেপে, 'ভাই'-এর অবসরে আবেগঘন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Pepe Retirement: উয়েফা ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে পরাজয়ই পেপের কেরিয়ারের শেষ ম্যাচ হয়ে দাঁড়াল।
নয়াদিল্লি: দিনকয়েক আগেই প্রবীণতম খেলোয়াড় হিসাবে উয়েফা ইউরোর মূলপর্বে মাঠে নেমে ইতিহাস গড়েছিলেন পেপে। তবে পর্তুগাল টুর্নামেন্ট জিততে পারেনি। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে হেরেই পর্তুগিজদের সফর শেষ হয়। সেই ম্যাচই পেপের (Pepe) কেরিয়ারের শেষ ম্যাচ হয়ে দাঁড়াল। খেলোয়াড় হিসাবে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন পেপে। পর্তুগিজ কিংবদন্তির অবসরে তাঁকে আবেগঘন বিদায়ীবার্তা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)।
পেপে ও রোনাল্ডো জাতীয় দল তো বটেই, রিয়াল মাদ্রিদের জার্সি গায়েও বছরের পর বছর একসঙ্গে খেলেছেন, একগুচ্ছ ট্রফি জিতেছেন। সেই তারকা ডিফেন্ডারের বিদায়ে রোনাল্ডো নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমার জীবনে তোমার গুরুত্ব কী, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না বন্ধু। মাঠে যা যা জেতা সম্ভব, আমার সবটাই জিতেছি। তবে সব থেকে মূল্যবান হল তোমার সঙ্গে বন্ধুত্ব এবং তোমার প্রতি আমার সম্মান। তুমি অনন্য ভাই আমার। এত কিছুর জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ।'
Não existem palavras suficientes para expressar o quanto significas para mim, amigo.
— Cristiano Ronaldo (@Cristiano) August 8, 2024
Ganhámos tudo o que havia para ganhar em campo, mas a maior conquista é a amizade e o respeito que tenho por ti. És único, meu irmão.
Obrigado por tanto. pic.twitter.com/2kNS889peS
পর্তুগালের জার্সিতে পেপে ও রোনাল্ডো ২০১৬ সালের উয়েফা ইউরো ট্রফি জেতেন। রোনাল্ডো ও জাও মুটিনহোর পর, পর্তুগালের জার্সিতে তৃতীয় সর্বাধিক ১৪১ ম্যাচ খেলার কৃতিত্ব রয়েছে ব্রাজিলজাত পেপের। ৪১ বছর বয়সি তারকা ফুটবলার রিয়াল মাদ্রিদের জার্সিতে এক দশক মাঠ কাঁপিয়েছেন। এর মধ্যে রোনাল্ডোর সঙ্গে আটটি মরশুম খেলেছেন তিনি। স্পেনের রাজধানীর ক্লাবের সঙ্গে দুই পর্তুগিজ তিনটি লা লিগা এবং তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছেন একসঙ্গে। দুইটি ক্লাব বিশ্বকাপ জয়ের কৃতিত্বও রয়েছে তাঁর দখলে।
পর্তুগিজ ক্লাব পোর্তো থেকে লস ব্লাঙ্কোসে সই করেন পেপে। সেখানেই ২০১৯ সাল পর্যন্ত খেলেন তারকা ডিফেন্ডার। তারপর রিয়াল মাদ্রিদকে বিদায় জানিয়ে আবার পোর্তোতেই ফেরেন তিনি। পর্তুগিজ ক্লাবের হয়ে চারটি প্রিমেইরা লিগার খেতাব জেতেন তিনি। তবে আর নয়। এবার ফুটবল কেরিয়ারকে বিদায় জানালেন পেপে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ভারতীয় হিসাবে ইতিহাস গড়লেও, সোনা হাতছাড়া, প্যারিস অলিম্পিক্সে রুপো জিতে কী বললেন নীরজ চোপড়া?