এক্সপ্লোর

East Bengal: ঘরের ছেলে ফিরল ঘরে, ইস্টবেঙ্গলে সই করলেন দেবজিৎ মজুমদার

Debjit Majumder: গত মরশুমেই আইএসএল ইতিহাসে একই ম্যাচে সবচেয়ে বেশি সেভ (১১) করার নজিরও গড়েছিলেন দেবজিৎ মজুমদার।

কলকাতা: ইস্টবেঙ্গল এফসিতে (East Bengal) ফিরলেন অভিজ্ঞ গোলরক্ষক দেবজিৎ মজুমদার (Debjit Majumder)। প্রাক্তন ক্লাবের সঙ্গে দু’বছরের চুক্তি হল তাঁর। অর্থাৎ, ২০২৫-২৬ মরশুমের শেষ পর্যন্ত লাল-হলুদ বাহিনীর গোল সামলাবেন তিনি। কলকাতার এই ক্লাবে এই নিয়ে তৃতীয়বার যোগ দিলেন বাংলার এই গোলকিপার। এর আগে তিনি ২০১১-১২ এবং ২০২০-২১ মরশুমেও ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ ফুটবল ক্যালেন্ডারের কথা বিবেচনা করে তাঁর অভিজ্ঞতা ও ইস্টবেঙ্গলের প্রতি তাঁর আবেগের কথা ভেবে দেবজিৎ-কে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও তরুণদের অনুপ্রাণিত করার ক্ষেত্রেও তিনি কার্যকরী হয়ে উঠতে পারেন বলে ক্লাব কর্তৃপক্ষের আশা।

২০২৩-২৪ মরশুমে যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখান দেবজিৎ। আইএসএলে ১৯টি ম্যাচে খেলেছিলেন তিনি। সুপার কাপে একটি এবং ডুরান্ড কাপেও দু’টি ম্যাচ খেলেন বঙ্গতনয়। সব মিলিয়ে পাঁচটি ক্লিনশিট রেখে মাঠ ছাড়েন তিনি। চেন্নাইয়িন এফসি-র আইএসএল প্লে-অফে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন উত্তরপাড়া থেকে উঠে আসা এই গোলরক্ষক। গত আইএসএলে ম্যাচ প্রতি সেভের গড়েও সেরা (১৯ ম্যাচে ৬৬ সেভ – ৩.৪৭) ছিলেন তিনি। আইএসএল ইতিহাসে একই ম্যাচে সবচেয়ে বেশি সেভ (১১) করার নজিরও গড়েন তিনি।

এমন একজন অভিজ্ঞ গোলকিপারকে দলে পেয়ে খুশি ইস্টবেঙ্গলে প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত। তিনি ক্লাব মিডিয়াকে বলেন, 'দেবজিৎ অত্যন্ত অভিজ্ঞ গোলরক্ষক। আমি ওকে ২০১৬ সালে ভারতে আমার প্রথম বছর থেকেই জানি এবং সেই সময় থেকে দৃঢ়তা ও দুর্দান্ত ব্যক্তিত্ব নিয়ে পারফর্ম করে আসছে। তার পরিশ্রম আমাদের গোলকিপিং বিভাগের শক্তি আরও বাড়াবে। আমাদের রক্ষণকেও আরও শক্তিশালী করবে তুলবে ও'।

ইস্টবেঙ্গলে ফিরে আসতে পেরে উচ্ছ্বসিত দেবজিৎ বলেন, 'আমার জন্য এটা ঘরে ফেরা। কারণ, ইস্টবেঙ্গল আমার ফুটবলজীবনের প্রথম বড় ক্লাব। কোচ কুয়াদ্রাত এবং ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্টকে আমার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ'। আইএসএল এবং আই-লিগজয়ী এই গোলকিপার আরও বলেন, 'আমি এই মহান ক্লাবের সঙ্গে কতটা আবেগ জড়িয়ে আছে, তা বুঝি এবং দেখেছি। আমি সমর্থকদের বলতে চাই যে, আমি এই ক্লাবকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের সমর্থকেরাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা'।

সদ্যই বাংলার আরেক ফুটবলার, ডিফেন্ডার প্রভাত লাকরাকে ২০২৫-২৬ মরশুম পর্যন্ত, অর্থাৎ দু’বছরের চুক্তিতে সই করিয়েছে ইস্টবেঙ্গল। মাস দুয়েক আগে জামশেদপুর এফসি-র সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর কল্যাণীর ২৬ বছর বয়সী এই ফুলব্যাককে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। গত সপ্তাহেই দুই ভারতীয় ফুল ব্যাক নিশু কুমার ও মহম্মদ রকিপকে দলে রাখার সিদ্ধান্ত জানায় লাল-হলুদ ব্রিগেড। রকিপের চুক্তির মেয়াদ আরও দু’বছর বাড়ানো হয়েছে। নিশুর চুক্তির মেয়াদ আরও এক মরশুম বেড়েছে। জর্ডনের ডিফেন্ডার হিজাজি মাহেরের চুক্তিও বাড়িয়েছে লাল-হলুদ ব্রিগেড। এ বার প্রভাত ও দেবজিৎ-কে দলে নেওয়ায় তাদের রক্ষণের শক্তি নিশ্চয়ই বাড়বে, এমনই আশা করা যেতে পারে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ঘরে ফেরার পালা, দুই বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই প্রভাতের 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

HMPV: ফের অতিমারী? চিনে HMPV-র দাপটের খবরে বাড়ছে আতঙ্ক, শরীরে কী ঘটায় এই ভাইরাস? ধরলেই মৃত্যু?
ফের অতিমারী? চিনে 'HMPV-র দাপটে' বাড়ছে আতঙ্ক, শরীরে কী ঘটায় এই ভাইরাস? ধরলেই মৃত্যু?
Potato Price Hike: মুখ্যমন্ত্রীর ধমকের পরই তৎপরতা, বাজারে টাস্ক ফোর্সের অভিযান
মুখ্যমন্ত্রীর ধমকের পরই তৎপরতা, বাজারে টাস্ক ফোর্সের অভিযান
Rohit Sharma: অজ়িভূমেই ইতি! রোহিতকে টেস্ট দলে চাননা ভারতীয় নির্বাচকরা?
অজ়িভূমেই ইতি! রোহিতকে টেস্ট দলে চাননা ভারতীয় নির্বাচকরা?
Calcutta National Medical College: বিকল C-Arm যন্ত্র, পিছোচ্ছে একাধিক বিভাগের অস্ত্রোপচার; ন্যাশনাল মেডিক্যালে দুর্ভোগ
বিকল C-Arm যন্ত্র, পিছোচ্ছে একাধিক বিভাগের অস্ত্রোপচার; ন্যাশনাল মেডিক্যালে দুর্ভোগ
Advertisement
ABP Premium

ভিডিও

Malda News: মালদার ঘটনায় তৃণমূলের গোষ্ঠীকোন্দলকে নিশানা সুকান্তর। ABP Ananda LiveRG Kar News: আর জি কর মেডিক্যালের ঘটনায় সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চায় CBIJaynagar News: নেপথ্যে জমি বিবাদ, জয়নগরে উত্তেজনা। ABP Ananda LiveJaynagar News: জয়নগরে জমি বিবাদকে কেন্দ্র করে গোষ্ঠীকোন্দল, উত্তেজনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
HMPV: ফের অতিমারী? চিনে HMPV-র দাপটের খবরে বাড়ছে আতঙ্ক, শরীরে কী ঘটায় এই ভাইরাস? ধরলেই মৃত্যু?
ফের অতিমারী? চিনে 'HMPV-র দাপটে' বাড়ছে আতঙ্ক, শরীরে কী ঘটায় এই ভাইরাস? ধরলেই মৃত্যু?
Potato Price Hike: মুখ্যমন্ত্রীর ধমকের পরই তৎপরতা, বাজারে টাস্ক ফোর্সের অভিযান
মুখ্যমন্ত্রীর ধমকের পরই তৎপরতা, বাজারে টাস্ক ফোর্সের অভিযান
Rohit Sharma: অজ়িভূমেই ইতি! রোহিতকে টেস্ট দলে চাননা ভারতীয় নির্বাচকরা?
অজ়িভূমেই ইতি! রোহিতকে টেস্ট দলে চাননা ভারতীয় নির্বাচকরা?
Calcutta National Medical College: বিকল C-Arm যন্ত্র, পিছোচ্ছে একাধিক বিভাগের অস্ত্রোপচার; ন্যাশনাল মেডিক্যালে দুর্ভোগ
বিকল C-Arm যন্ত্র, পিছোচ্ছে একাধিক বিভাগের অস্ত্রোপচার; ন্যাশনাল মেডিক্যালে দুর্ভোগ
India vs Australia Day 1 Highlights: শেষবেলায় চড়ল পারদ, সাফল্য পেলেন বুমরা, সিডনিতে প্রথম দিনশেষে ১৭৬ রানে এগিয়ে ভারত
শেষবেলায় চড়ল পারদ, সাফল্য পেলেন বুমরা, সিডনিতে প্রথম দিনশেষে ১৭৬ রানে এগিয়ে ভারত
Daily Astrology:বিনিয়োগে বিপুল লাভ, স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কা, কেমন কাটবে শনিবার?
বিনিয়োগে বিপুল লাভ, স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কা, কেমন কাটবে শনিবার?
West Bengal News Live: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডের প্রতিবাদে কলকাতায় কংগ্রেসের বিক্ষোভ
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডের প্রতিবাদে কলকাতায় কংগ্রেসের বিক্ষোভ
Mamata Banerjee: 'ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে' পরিবহণমন্ত্রীকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর
'ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে' পরিবহণমন্ত্রীকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর
Embed widget