এক্সপ্লোর

East Bengal: ঘরের ছেলে ফিরল ঘরে, ইস্টবেঙ্গলে সই করলেন দেবজিৎ মজুমদার

Debjit Majumder: গত মরশুমেই আইএসএল ইতিহাসে একই ম্যাচে সবচেয়ে বেশি সেভ (১১) করার নজিরও গড়েছিলেন দেবজিৎ মজুমদার।

কলকাতা: ইস্টবেঙ্গল এফসিতে (East Bengal) ফিরলেন অভিজ্ঞ গোলরক্ষক দেবজিৎ মজুমদার (Debjit Majumder)। প্রাক্তন ক্লাবের সঙ্গে দু’বছরের চুক্তি হল তাঁর। অর্থাৎ, ২০২৫-২৬ মরশুমের শেষ পর্যন্ত লাল-হলুদ বাহিনীর গোল সামলাবেন তিনি। কলকাতার এই ক্লাবে এই নিয়ে তৃতীয়বার যোগ দিলেন বাংলার এই গোলকিপার। এর আগে তিনি ২০১১-১২ এবং ২০২০-২১ মরশুমেও ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ ফুটবল ক্যালেন্ডারের কথা বিবেচনা করে তাঁর অভিজ্ঞতা ও ইস্টবেঙ্গলের প্রতি তাঁর আবেগের কথা ভেবে দেবজিৎ-কে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও তরুণদের অনুপ্রাণিত করার ক্ষেত্রেও তিনি কার্যকরী হয়ে উঠতে পারেন বলে ক্লাব কর্তৃপক্ষের আশা।

২০২৩-২৪ মরশুমে যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখান দেবজিৎ। আইএসএলে ১৯টি ম্যাচে খেলেছিলেন তিনি। সুপার কাপে একটি এবং ডুরান্ড কাপেও দু’টি ম্যাচ খেলেন বঙ্গতনয়। সব মিলিয়ে পাঁচটি ক্লিনশিট রেখে মাঠ ছাড়েন তিনি। চেন্নাইয়িন এফসি-র আইএসএল প্লে-অফে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন উত্তরপাড়া থেকে উঠে আসা এই গোলরক্ষক। গত আইএসএলে ম্যাচ প্রতি সেভের গড়েও সেরা (১৯ ম্যাচে ৬৬ সেভ – ৩.৪৭) ছিলেন তিনি। আইএসএল ইতিহাসে একই ম্যাচে সবচেয়ে বেশি সেভ (১১) করার নজিরও গড়েন তিনি।

এমন একজন অভিজ্ঞ গোলকিপারকে দলে পেয়ে খুশি ইস্টবেঙ্গলে প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত। তিনি ক্লাব মিডিয়াকে বলেন, 'দেবজিৎ অত্যন্ত অভিজ্ঞ গোলরক্ষক। আমি ওকে ২০১৬ সালে ভারতে আমার প্রথম বছর থেকেই জানি এবং সেই সময় থেকে দৃঢ়তা ও দুর্দান্ত ব্যক্তিত্ব নিয়ে পারফর্ম করে আসছে। তার পরিশ্রম আমাদের গোলকিপিং বিভাগের শক্তি আরও বাড়াবে। আমাদের রক্ষণকেও আরও শক্তিশালী করবে তুলবে ও'।

ইস্টবেঙ্গলে ফিরে আসতে পেরে উচ্ছ্বসিত দেবজিৎ বলেন, 'আমার জন্য এটা ঘরে ফেরা। কারণ, ইস্টবেঙ্গল আমার ফুটবলজীবনের প্রথম বড় ক্লাব। কোচ কুয়াদ্রাত এবং ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্টকে আমার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ'। আইএসএল এবং আই-লিগজয়ী এই গোলকিপার আরও বলেন, 'আমি এই মহান ক্লাবের সঙ্গে কতটা আবেগ জড়িয়ে আছে, তা বুঝি এবং দেখেছি। আমি সমর্থকদের বলতে চাই যে, আমি এই ক্লাবকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের সমর্থকেরাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা'।

সদ্যই বাংলার আরেক ফুটবলার, ডিফেন্ডার প্রভাত লাকরাকে ২০২৫-২৬ মরশুম পর্যন্ত, অর্থাৎ দু’বছরের চুক্তিতে সই করিয়েছে ইস্টবেঙ্গল। মাস দুয়েক আগে জামশেদপুর এফসি-র সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর কল্যাণীর ২৬ বছর বয়সী এই ফুলব্যাককে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। গত সপ্তাহেই দুই ভারতীয় ফুল ব্যাক নিশু কুমার ও মহম্মদ রকিপকে দলে রাখার সিদ্ধান্ত জানায় লাল-হলুদ ব্রিগেড। রকিপের চুক্তির মেয়াদ আরও দু’বছর বাড়ানো হয়েছে। নিশুর চুক্তির মেয়াদ আরও এক মরশুম বেড়েছে। জর্ডনের ডিফেন্ডার হিজাজি মাহেরের চুক্তিও বাড়িয়েছে লাল-হলুদ ব্রিগেড। এ বার প্রভাত ও দেবজিৎ-কে দলে নেওয়ায় তাদের রক্ষণের শক্তি নিশ্চয়ই বাড়বে, এমনই আশা করা যেতে পারে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ঘরে ফেরার পালা, দুই বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই প্রভাতের 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Recruitment Scam: অর্পিতার জামিনের দিনই, পার্থ ঘনিষ্ঠ আরও ১ গ্রেফতার !
অর্পিতার জামিনের দিনই, পার্থ ঘনিষ্ঠ আরও ১ গ্রেফতার !
Krishna Das Prabhu Arrested : বাংলাদেশে গ্রেফতার হিন্দু সন্ন্যাসী ! কে এই কৃষ্ণদাস প্রভু ? কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
বাংলাদেশে গ্রেফতার হিন্দু সন্ন্যাসী ! কে এই কৃষ্ণদাস প্রভু ? কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যে ! তবে কি কপাল পুড়তে চলেছে ?
লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যে ! তবে কি কপাল পুড়তে চলেছে ?
Suvendu On The Sabarmati Report: BJP বিধায়কদের নিয়ে 'দ্য সবরমতী রিপোর্ট' সিনেমা দেখতে গেলেন শুভেন্দু ! কী আছে এই ছবিতে ?
BJP বিধায়কদের নিয়ে 'দ্য সবরমতী রিপোর্ট' সিনেমা দেখতে গেলেন শুভেন্দু ! কী আছে এই ছবিতে ?
Advertisement
ABP Premium

ভিডিও

TMC News : তৃণমূলে প্রচুর বদল, দলে গুরুত্ব বাড়ল প্রবীণ নেতাদের, কী জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য?JU News : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের ২ অধ্যাপকের ঘরে তালা ঝোলাল পড়ুয়ারা!TMC News : ওয়াকফ বিল নিয়ে স্পিকারের কাছে বিরোধীরা,' কমিটির সব সদস্য বলতে পারেননি', দাবি কল্যাণেরSuvendu Adhikari : বিজেপি বিধায়কদের নিয়ে 'সবরমতী রিপোর্ট' সিনেমা দেখতে গেলেন শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Recruitment Scam: অর্পিতার জামিনের দিনই, পার্থ ঘনিষ্ঠ আরও ১ গ্রেফতার !
অর্পিতার জামিনের দিনই, পার্থ ঘনিষ্ঠ আরও ১ গ্রেফতার !
Krishna Das Prabhu Arrested : বাংলাদেশে গ্রেফতার হিন্দু সন্ন্যাসী ! কে এই কৃষ্ণদাস প্রভু ? কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
বাংলাদেশে গ্রেফতার হিন্দু সন্ন্যাসী ! কে এই কৃষ্ণদাস প্রভু ? কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যে ! তবে কি কপাল পুড়তে চলেছে ?
লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যে ! তবে কি কপাল পুড়তে চলেছে ?
Suvendu On The Sabarmati Report: BJP বিধায়কদের নিয়ে 'দ্য সবরমতী রিপোর্ট' সিনেমা দেখতে গেলেন শুভেন্দু ! কী আছে এই ছবিতে ?
BJP বিধায়কদের নিয়ে 'দ্য সবরমতী রিপোর্ট' সিনেমা দেখতে গেলেন শুভেন্দু ! কী আছে এই ছবিতে ?
Pension:  স্ত্রীর বদলে মেয়ে কি পেতে পারে বাবার পেনশন ? কী বলছে নিয়ম ?
স্ত্রীর বদলে মেয়ে কি পেতে পারে বাবার পেনশন ? কী বলছে নিয়ম ?
Adani Group: আদানি গ্রুপের ১০০ কোটির প্রস্তাব ফেরাল এই রাজ্য, কী বললেন মুখ্যমন্ত্রী ?
আদানি গ্রুপের ১০০ কোটির প্রস্তাব ফেরাল এই রাজ্য, কী বললেন মুখ্যমন্ত্রী ?
Anubrata Mondal : 'দিদির কাছে ভাই যাচ্ছে', তিহাড় থেকে ফেরার পরে আজই প্রথম সাক্ষাৎ মমতা-অনুব্রতর
'দিদির কাছে ভাই যাচ্ছে', তিহাড় থেকে ফেরার পরে আজই প্রথম সাক্ষাৎ মমতা-অনুব্রতর
Online Shopping Fraud: এই এক ভুলেই খালি হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অনলাইন কেনাকাটায় এগুলি করবেন না !
এই এক ভুলেই খালি হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অনলাইন কেনাকাটায় এগুলি করবেন না !
Embed widget