East Bengal vs Mohun Bagan: দৃষ্টিনন্দন গোল, হাড্ডাহাড্ডি লড়াই, কলকাতা ডার্বিতে মোহনবাগানকে হারাল ইস্টবেঙ্গল
Kolkata Derby: মরশুমে সব স্তরের দল মিলিয়ে মোট ১৩বার মোহনবাগানের মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল। এই নিয়ে নিজেদের দ্বিতীয় ডার্বিতে জয় পেল লাল হলুদ। দুইটি ম্যাচ ড্র হয়েছে এবং বাকি ম্যাচে জিতেছে সবুজ মেরুন।

ব্যারাকপুর: পরপর হার। সাম্প্রতিক সময়ে আইএসএলে কলকাতা ডার্বিতে দাপট দেখিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ ইস্টবেঙ্গল হোক বা মহামেডান স্পোর্টিং, ম্যাচ শেষে জয়ের হাসি হেসেছে সবুজ মেরুনই। তবে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে অবশেষে ডার্বি জিতল ইস্টবেঙ্গল (East Bengal VS Mohun Bagan)। প্রায় এক বছরের (৩৩১ দিন) অপেক্ষার অবসান ঘটল।
তবে আইএসএলে তো ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের দুইটি ম্য়াচই আয়োজিত হয়ে গিয়েছে। ফুটবল অনুরাগীদের মনে এই প্রশ্ন উঠাটা খুবই স্বাভাবিক। তাহলে কোথায় সবুজ মেরুনের বিরুদ্ধে জয় পেল লাল হলুদ? দিয়ামান্তাকস, মহেশ নাওরেমরা যেটা আইএসএলে করে উঠতে পারেননি, রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ম্যাচে ঠিক তেমনটাই করে দেখালেন শ্যামলরা। ছোটদের বড় ম্যাচে সবুজ মেরুনকে হারাল লাল হলুদ। ম্যাচের স্কোরলাইনে, ইস্টবেঙ্গলের পক্ষে ২-১।
ব্যারাকপুরে আজই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের তরুণরা একে অপরের মুখোমুখি হয়েছিল। সেখানে ৩৮ মিনিটের মাথায় একটি দৃষ্টিনন্দন গোলে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন আরোমল এমকে। এক গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে লাল হলুদ। দ্বিতীয়ার্ধেও দুই দলই গোলের মরিয়া প্রচেষ্টা করে। তবে ফের একবার গোল করে ইস্টবেঙ্গলের ব্যবধান দ্বিগুণ করেন শ্যামল বেসরা। এই শ্যামলই কিন্তু গত বছর শেষবার যখন ইস্টবেঙ্গল কোনও ডার্বিতে মোহনবাগান হারায়, সেইদিনও গোল করেছিলেন। ফের একবার চিরপ্রতিদ্বন্দ্বীর জালে বল জড়ান তিনি।
দর্জি তামাং গোল করলেও, তা ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না। অথচ ম্যাচের ১১ মিনিটেই কিন্তু এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল মোহনবাগান। তবে নিজের ডানদিকে ঝাঁপিয়ে এক অনবদ্য পেনাল্টিও বাঁচান লাল হলুদ গোলরক্ষক গৌরব। গত সপ্তাহে নৈহাটিতে লাল হলুদকে ০-১ হারতে হয়েছিল। সপ্তাহ ঘোরার প্রায় সঙ্গে সঙ্গেই সেই হারের বদলা নিল ইস্টবেঙ্গল। মরশুমে সব স্তরের দল মিলিয়ে মোট ১৩বার মোহনবাগানের মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল। এই নিয়ে নিজেদের মাত্র দ্বিতীয় ডার্বিতে জয় পেল লাল হলুদ। দুইটি ম্যাচ ড্র হয়েছে এবং বাকি সবকয়টি ম্যাচে জিতেছে সবুজ মেরুন।
তবে ইস্টবেঙ্গল আজ শুধু একটা ডার্বি নয়। এ দিন আরও একটা ডার্বি জেতে। এআইএফএফ সাব জুনিয়র লিগে অনূর্ধ্ব ১৩ বিভাগে মহামেডানকে ৩-০ গোলে হারায় ইস্টবেঙ্গল। গোলগুলি করে ওয়ালিদ হোসেন, আর্যমান কেডিয়া, পাপ্পু হালদার।
আরও পড়ুন: প্রথম কলকাতা ডার্বি জিতে লক্ষ্য পাঁচে পাঁচ করা, এখনও প্লে-অফে পৌঁছনোর আশায় ইস্টবেঙ্গলের মহেশ






















