East Bengal: পায়ের চোটে ছিটকে গিয়েছেন পার্দো, সার্বিয়ান তারকাকে বদলি হিসাবে সই করাল ইস্টবেঙ্গল
Jose Antonio Pardo: নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে পায়ের পাতায় চোট পেয়েছিলেন ৩৫ বছর বয়সি ডিফেন্ডার পার্দো।
কলকাতা: চোটের কারণে স্প্যানিশ ডিফেন্ডার হোসে পার্দোকে (Jose Antonio Pardo) ছেড়ে দিল ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। তাঁর বদলে নিয়ে আসা হল সার্বিয়ান ডিফেন্ডার আলেকজান্দার প্যানটিচকে (Aleksandar Pantic)। বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে এই খবর সরকারি ভাবে দেওয়া হয়। দু’টি ঘোষণাই করা হয়েছে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।
নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান পার্দো। পায়ের এই চোট এতটাই গুরুতর যে, তাঁকে মরশুমের বাকি সময়ে পাওয়া যাবে না। তাই তড়িঘড়ি তাঁর বদলে সার্বিয়া থেকে আনা হল ৩১ বছর বয়সী সেন্টার ব্যাক প্যানটিচকে।নতুন বিদেশীর আগমনের খবর দিয়ে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, “অতীতে ভিয়ারিয়েল সিএফ, রেড স্টার বেলগ্রেড, ডায়নামো কিয়েভের মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে সার্বিয়ান সেন্টার ব্যাক আলেকজান্দার প্যানটিচের। সে দেশের অনূর্ধ ১৯ ও ২১ দলের হয়েও খেলেছেন তিনি”।
দলের নতুন খেলোয়াড়কে নিয়ে কোচ কার্লস কুয়াদ্রাত বলেন, 'প্যানটিচের ইউরোপের কয়েকটি শীর্ষস্থানীয় ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। আমি যখন সাইপ্রাসে কোচ হিসেবে কাজ করতাম, তখন থেকে ওকে আমি চিনি। জানুয়ারির দলবদলের আগে পর্যন্ত ও ডোক্সার হয়ে খেলত, এটা একটা ভাল দিক'।
ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দিয়ে সার্বিয়ান ডিফেন্ডার বলেন, 'ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দিয়ে আমি খুবই খুশি। এ মরশুমে এই ক্লাবে অনেক ভাল ভাল মুহূর্ত এসেছে। আমি আমার সেরাটা দিয়ে সমর্থকদের আরও খুশি করার চেষ্টা করব। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য কোচ কার্লস ও ইস্টবেঙ্গল ক্লাবের কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ'।
হোসে পার্দোর বিদায় প্রসঙ্গে কুয়াদ্রাত জানিয়েছেন, 'দুর্ভাগ্যবশত, আমাদের প্রিয় খেলোয়াড় ও সুপার কাপ জয়ী দলের সদস্য হোসে পার্দোকে বিদায় জানাতে হচ্ছে। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে পায়ের পাতায় একটা গুরুতর চোট পাওয়ায় ওকে খুব তাড়াতাড়িই মরশুম শেষ করতে হচ্ছে। ও সত্যিকারের চ্যাম্পিয়ন। দীর্ঘ ১২ বছর পর ক্লাবকে একটা ট্রফি এনে দেওয়ার পিছনে ওর অবদান ছিল খুবই গুরুত্বপূর্ণ। গুডলাক পার্দো। আশা করি, ও দ্রুত সেরে উঠবে'।
কয়েক দিন আগেই হাভিয়ে সিভেরিও ও বোরহা হেরেরাকে ছেড়ে দেয় ইস্টবেঙ্গল। তাঁদের জায়গায় জার্মান ফরোয়ার্ড ফেলিসিও ব্রাউন ও স্পেনের মিডফিল্ডার ভিক্টর ভাজকেজকে নিয়ে আসে লাল-হলুদ শিবির। গত ম্যাচে তারা দু’জন বিদেশি নিয়েই প্রথম দল গড়ে। হিজাজি মাহের আগেই এসেছেন। এ বার প্যানটিচও চলে এলে তাদের বিদেশী খেলোয়াড়ের সংখ্যা দাঁড়াবে চার।
(তথ্যসূত্র: আইএসএল মিডিয়া)
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: হতশ্রী এশিয়ান কাপের জের, ফিফা ব়্যাঙ্কিংয়ে এক ধাক্কায় ১৫ ধাপ পিছোল ভারত