East Bengal vs Mohun Bagan: ইস্টবেঙ্গলকে যেখানে দেখছে সেখানেই হারাচ্ছে মোহনবাগান, বাগানে ফের বসন্ত
Kolkata Derby: পেনাল্টি নষ্ট করে ইস্টবেঙ্গল । তবে পেনাল্টি থেকে জোসেফ জাস্টিনের শট পোস্টের অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে যায় । পেনাল্টি সুযোগ হাতছাড়া করে ইস্টবেঙ্গল।

নৈহাটি: বড়দের পর ছোটদের ডার্বিতেও সবুজ-মেরুন শিবিরের দাপট। সোমবার নৈহাটি স্টেডিয়ামে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়েছে মোহনবাগান (East Bengal vs Mohun Bagan)। ম্যাচে একটি বিতর্কিত পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল ।
সোমবারের ডার্বিতে অবশ্য লাল-হলুদ শিবিরের ফুটবলাররা শুরুটা খারাপ করেননি । প্রথমার্ধে তাদের একটি শট বারে লেগে ফেরে । বলের নিয়ন্ত্রণও অনেকাংশে ছিল তাদের পায়ে । তবে খানিকটা খেলার গতির বিরুদ্ধে গোল করে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় মোহনবাগান । ডান দিকে সতীর্থের ভাসানো ক্রসে গোল করেন টংসিন সিংহ । তাঁকে মার্ক করার জন্য ইস্টবেঙ্গল রক্ষণের কেকেউ ছিলেন না ধারেকাছে ।
ম্যাচে এর পরেই একটি পেনাল্টি পায় ইস্টবেঙ্গল । মুশারফের শট মোহনবাগান বক্সে 'হাতে' লাগে রাজ বাসফোরের । রেফারি পেনাল্টি দিলে মোহনবাগানের খেলোয়াড়েরা তাঁকে ঘিরে ধরে অভিযোগ জানাতে থাকেন । যদিও সিদ্ধান্তের বদল হয়নি । রিপ্লে-তে দেখা গিয়েছে, মুশারফের শট বাসফোরের বুকে লেগেছে । ধারাভাষ্যকারেরাও বলেন, সেটি হ্যান্ডবল দেওয়ার পিছনে কোনও যুক্তি নেই । তবে পেনাল্টি থেকে জোসেফ জাস্টিনের শট পোস্টের অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে যায় । পেনাল্টি সুযোগ হাতছাড়া করে ইস্টবেঙ্গল।
আরও পড়ুন: ভারতের ম্যাচে ফ্লাডলাইট বিপত্তি, কারণ দর্শাতে বলল ওড়িশা সরকার, বিদ্রুপ পাকিস্তান থেকে!
চলতি মরসুমে ১২টি ডার্বির মধ্যে ন'টিতেই জিতেছে মোহনবাগান । একটিমাত্র ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল । দু’টি ডার্বি শেষ হয়েছে অমীমাংসিতভাবে।
সোমবার ৫৯ মিনিটে সতীর্থের মাটি ঘেঁষা পাস ধরে ঠান্ডা মাথায় বল বিপক্ষের গোলে ঢুকিয়ে দেন টংসিন । বক্সে বলের জন্য অপেক্ষা করা টংসিনকে মার্কই করেননি ইস্টবেঙ্গল ডিফেন্ডাররা । ফলে অবলীলায় গোল করে গেলেন তিনি ।
এর আগে অনূর্ধ্ব-১৫ ইয়ূথ লিগের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারিয়েছিল মোহনবাগান । অনূর্ধ্ব ১৫ রিলায়েন্স ইউথ ফাউন্ডেশন এর লিগের প্রথম পর্বের ম্যাচে মোহনবাগান হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গলকে । অনূর্ধ্ব ১৫ ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে দিয়েছি মোহনবাগান । অনূর্ধ্ব-১৭ ইয়ুথ লিগের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়েছিল মোহনবাগান । সব স্তরেই সবুজ-মেরুন শিবিরের দাপট।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
