FIFA Club World Cup: ক্লাব বিশ্বকাপের মাঝেই হাসপাতালে ভর্তি হলেন কিলিয়ান এমবাপে, কী হয়েছে রিয়াল মাদ্রিদ তারকার?
Kylian Mbappe: ক্লাব ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচে আল হিলালের বিরুদ্ধেও রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপেকে মাঠে নামতে দেখা যায়নি।

নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রে রমরমিয়ে চলছে ক্লাব ফুটবল বিশ্বকাপ (FIFA Club World Cup)। টুর্নামেন্টের শুরুটা রিয়াল মাদ্রিদের (Real Madrid) জন্য ভালভাবে হয়নি। আল হিলালের বিরুদ্ধে প্রথম ম্যাচে ড্র করে তারা। এরই মাঝে দলের জন্য আরও দুঃসংবাদ। ক্লাব ফুটবল বিশ্বকাপের মাঝেই হাসপাতালে ভর্তি হলেন দলের মহাতারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)।
লস ব্লাঙ্কোসের হয়ে ক্লাব বিশ্বকাপের প্রথম ম্য়াচে খেলতে নামেননি এমবাপে। বৃহস্পতিবার, ১৯ জুন রিয়াল মাদ্রিদের তরফে জানানো হয় তাদের দলের তারকা ফরোয়ার্ড তীব্র গ্যাসের ব্যথায় ভুগছেন। সেই জেরেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সেখানে একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হবে এমবাপের। চলবে চিকিৎসাও। একইদিনে অবশ্য পরবর্তীতে রিয়াল জানায় এমবাপেকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। রিয়ালের অনুশীলন শিবিরে ফিরেছেন তিনি। ফরাসি তারকার আপাতত চিকিৎসা চলবে এবং ধীরে ধীরে তিনি দলে ফিরবেন।
Mbappé medical update.
— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) June 19, 2025
২৬ বছর বয়সি তারকা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বটে, তবে তিনি আদৌ আর এই ক্লাব ফুটবল বিশ্বকাপে খেলতে পারবেন কি না, সেই নিয়ে অনেকেই সন্দিহান। রিয়াল মাদ্রিদ রবিবার, মেক্সিকোর সিএফ পাচুকার বিরুদ্ধে এই চলতি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে। আপাতত তাঁরা গ্রুপ 'এইচ'-এ আরবি সলজ়বার্গের পর দ্বিতীয় স্থানে রয়েছে।
প্রসঙ্গত, প্রতিযোগিতার প্রথম ম্যাচে মিশরের আল আহালির বিরুদ্ধে আটকে গিয়েছিল ইন্টার মায়ামি। দ্বিতীয় ম্যাচে পোর্তোর বিরুদ্ধে পরাজয়ের দিকে অগ্রসর হচ্ছিল দল। তবে জ্বলে উঠলেন লিওনেল মেসি (Lionel Messi)। দুরন্ত ফ্রি-কিকে ইন্টার মায়ামির জয় সুনিশ্চিত করলেন আর্জেন্তাইন কিংবদন্তি। অপরদিকে, ক্লাব ফুটবল বিশ্বকাপে (FIFA Club World Cup) প্রথম জয় পেল অ্যাটলেটিকো মাদ্রিদও। তবে বড় দুর্ঘটনাও ঘটে গেল। ব্রাজিলের বোটাফোগোর কাছে হেরে গেল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি।
গ্রুপ 'এ'-র ম্যাচে পর্তুগালের ক্লাব পোর্তো অষ্টম মিনিটে সামুর পেনাল্টিতে ম্য়াচে এগিয়ে গিয়ছিল। প্রথমার্ধে ১-০ এগিয়েই ছিল পোর্তো। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই কামব্যাক শুরু করে ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাবের হয়ে দ্বিতীয়ার্ধের মাত্র দ্বিতীয় মিনিটে মার্সেলোর বাড়ানো বল থেকে গোল করেন টেলাস্কো। ১০ মিনিট কাটতে না কাটতেই আসে দ্বিতীয় গোলটিও। মেসিকে পেনাল্টি বক্সের খানিক বাইরে রদ্রিগো মোরা ফাউল করায় পেনাল্টি পায় ইন্টার মায়ামি। ৫৪তম মিনিটে প্রবল 'মেসি, মেসি' জনগর্জনের মাঝেই একেবারে ঠিকানা লেখা ফ্রি-কিকে মেসি পোর্তোর জালে বল জড়িয়ে দেন। এটি তাঁর কেরিয়ারের ৬৮তম গোল। এর সুবাদেই যুক্তরাষ্ট্রের প্রথম দল হিসাবে ইন্টার মায়ামি কোনও ইউরোপিয়ান ক্লাবের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক ম্য়াচে জয় পায়।






















