FIFA Rankings: কোপা জিতে শীর্ষে সেই আর্জেন্তিনাই, ফিফা ব়্যাঙ্কিংয়ে কত নম্বরে ব্রাজিল, ভারতই বা কততে?
Spain Football Team: সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে নিজেদের মহাদেশের সেরা হওয়া স্পেন দলই কিন্তু পয়েন্টের বিচারে (১০৩.৭৫) সবথেকে উন্নতি করেছে।
জুরিখ: দুই মহাদেশের সেরা হওয়ার লড়াই শেষ হয়েছে দিনকয়েক আগেই। এবার ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার তরফে নতুন ব়্যাঙ্কিংও (FIFA Rankings) প্রকাশিত হয়ে গেল। নাগাড়ে দ্বিতীয়বার কোপা চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্তিনা (Argentina Football Team) ফিফার ক্রমতালিকায় কত নম্বরে রয়েছে? কত নম্বরেই বা রয়েছে ইউরো বিজেতা স্পেন (Spain Football Team)?
কোপা শুরু হওয়ার পূর্বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা ক্রমতালিকার শীর্ষে ছিল। টুর্নামেন্ট জয়ের পর শীর্ষস্থানে মেসির দল নিজেদের দখল আরও মজবুত করল। কোপার ফাইনালিস্ট কলম্বিয়াও কিন্তু দুরন্ত টুর্নামেন্টের পর প্রথম দশে ঢুকে পড়ল। হামেস রডরিগেজ়রা লুকা মদ্রিচদের ক্রোয়েশিয়ার সঙ্গে স্থান অদলবদল করল। তিন স্থান এগিয়ে গিয়ে কলম্বিয়া আপাতত ক্রমতালিকায় নবম স্থানে। আর তিন ধাপ পিছিয়ে ক্রোটরা আপাতত ১২ নম্বরে।
নিজেদের মহাদেশের সেরা হওয়া স্পেন দলই কিন্তু পয়েন্টের বিচারে (১০৩.৭৫) নতুন ব়্যাঙ্কিংয়ে সবথেকে উন্নতি করেছে। পাঁচ ধাপ এগিয়ে এসে আপাতত তাঁরা ক্রমতালিকায় তিন নম্বরে। ফাইনালে স্পেনের প্রতিপক্ষ ইংল্যান্ড দলও কিন্তু ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছে। হ্যারি কেনদের দল আপাতত তালিকায় চতুর্থ স্থানে। তবে ইউরোয় সেমিফাইনালে স্পেনের বিরুদ্ধে পরাজিত হলেও ফ্রান্স কিন্তু এই তালিকায় নিজেদের দ্বিতীয় স্থান ধরে রেখেছে। অপরদিকে, কোপায় আহামরি পারফর্ম না করলেও ব্রাজিল মাত্র একধাপ পিছিয়ে পঞ্চম স্থানে।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নেতৃত্বাধীন পর্তুগালেরও সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে অবনতি হল। তাঁরা দুই ধাপ নীচে আট নম্বরে নেমে গেলেন। দুই মহাদেশের দুই টুর্নামেন্টে ভাল পারফর্ম করার ফল পেল ভেনিজুয়েলা এবং তুরস্ক। আর্দা গুলেররা ১৬ ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠে এল আর ভেনিজুয়েলা ১৭ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে জায়গা করে নিয়েছে। ভারতীয় দলের সদ্য প্রকাশিত ফিফা ব়্যাঙ্কিংয়ে উন্নতি বা অবনতি কিছুই হয়নি। ব্লু টাইগার্সরা ১২৪ নম্বর স্থানেই নিজেদের জায়গা ধরে রেখেছে।
ব়্যাঙ্কিং অনুযায়ী এশিয়ার প্রথম দশ দলেও নেই ভারতীয় ফুটবল দল। এমন প্রথম ২০টি দলেও নেই ব্লু টাইগার্সদের নাম। তবে তালিকায় এক ধাপ পিছিয়ে গেলেও এখনও এশিয়ার এক নম্বর দল জাপানই। ফিফার সদ্য প্রকাশিত ক্রমতালিকায় জাপান ১৮ নম্বরে রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।