Brazil vs Switzerland: স্যুইস চাপ কাটিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ফেলল ব্রাজিল
FIFA WC 2022 Qatar: স্যুইসদের ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে ফেললেন সেলেকাওরা।
দোহা: ম্যাচে বারবার রক্ষণে হানা দিয়েছেন স্যুইস ফুটবলাররা। একবার কার্যত গোল করেই ফেলেছিলেন। স্যুইৎজারল্যান্ডের সেই চাপ সামলে উঠল ব্রাজিল। স্যুইসদের ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে ফেললেন সেলেকাওরা।
তবে ম্যাচে ব্রাজিলের জয় সহজে আসেনি। গোলের জন্য ৮৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ব্রাজিলকে। তার আগে একটি গোল হলেও সেটি অফসাইডের জন্য বাতিল হয়। ভিনিসিয়াস জুনিয়রের গোল ভার প্রযুক্তিতে বাতিল করেন রেফারি। শেষ পর্যন্ত গোল করে দলের তিনব পয়েন্ট নিশ্চিত করেন ক্যাসেমিরো।
সেই ক্যাসেমিরো, যিনি আগেই ঘোষণা করেছিলেন যে, নেমারের বিকল্প ব্রাজিলের হাতে রয়েছে। সোমবারের ম্যাচে গোড়ালির চোটের কারণে স্যুইৎজারল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি মহাতারকা। যদিও তা নিয়ে ভাবতে নারাজ ব্রাজিল দল। তাদের অন্যতম তারকা ক্যাসেমিরো যেমন বলেই দিয়েছিলেন, নেমারের জায়গা নেওয়ার জন্য তৈরি এক ঝাঁক তারকা।
ক্যাসেমিরো বলেছিলেন, 'নেমারকে নিয়ে কথা বলে বেশ কয়েকদিন কাটিয়ে দেওয়া যায়। ও যেরকম মাপের ফুটবলার, এবং দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে। ও যে আমাদের দলের সেরা প্লেয়ার, সেটা অনস্বীকার্য। ওই ফারাক গড়ে দিতে পারে।' এরপরই ক্যাসেমিরো বলেছেন, 'তবে আমাদের দলে আরও অনেক ফুটবলার রয়েছে যারা এই রকম মঞ্চে পারফর্ম করতে পারে। যেমন ভিনিসিয়াস জুনিয়র। যেমন রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস। আমরা তো মাঝে মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করি যে, প্রতিপক্ষদের কথা ভেবে আমাদের করুণা হয়। রাফিনহার পরিবর্ত হিসাবে আমাদের হাতে অ্যান্তনি রয়েছে, গ্যাব্রিয়েল জেসুসের পরিবর্তে রিচার্লিসন রয়েছে। রদ্রিগো আছে, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি আছে...'
View this post on Instagram
শেষ পর্যন্ত দেখা গেল, ক্যাসেমিরোই চাপ কাটিয়ে দলের রক্ষাকর্তা হয়ে উঠলেন। ব্রাজিলের কোচ তিতে প্লেয়ারদের উদ্বুদ্ধ করার জন্য তাঁদের ঘরে রোনাল্ডো (সিনিয়র), রবার্তো কার্লোস, রোমারিওদের ছবি টাঙিয়ে দিয়েছেন বলে জানিয়েছিল ব্রাজিলের সংবাদমাধ্যম। সোমবার দেখা গেল, ব্রাজিলের জয় গ্যালারিতে বসে তারিয়ে তারিয়ে উপভোগ করলেন রোনাল্ডো-রবার্তো কার্লোসরা।
আরও পড়ুন: এক ওভারে ৭ ছক্কা, বিজয় হাজারেতে অনন্য রেকর্ড রুতুরাজের