FIFA WC 2022 Qatar: বিশ্বকাপে গোলের বন্যা, সার্বিয়া-ক্যামেরুন ম্যাচ ৩-৩ ড্র
Cameroon vs Serbia: সার্বিয়া বনাম ক্যামেরুন ম্যাচে মোট ৬ গোল হল। তবে ম্যাচের মীমাংসা হল না। সার্বিয়া বনাম ক্যামেরুন ম্যাচ ৩-৩ ড্র হল।

দোহা: সোমবার বিশ্বকাপে (Qatar 2022) দিনের প্রথম ম্য়াচে গোলের বন্যা। সার্বিয়া বনাম ক্যামেরুন (Serbia vs Cameroon) ম্যাচে মোট ৬ গোল হল। তবে ম্যাচের মীমাংসা হল না। সার্বিয়া বনাম ক্যামেরুন ম্যাচ ৩-৩ ড্র হল।
সোমবারের ম্যাচ ছিল কাতারের আল ওয়াকরাহর আল জনাব স্টেডিয়ামে। সার্বিয়া ও ক্যামেরুন, দুই দলই নিজেদের প্রথম ম্যাচ হেরে গিয়েছিল। পয়েন্ট টেবিলের ওপরে ওঠার জন্য দুই দলই জিততে মরিয়া ছিল।
গ্রুপ জি-তে ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। প্রথম ম্যাচ জিতে স্যুইৎজারল্যান্ডেরও ৩ পয়েন্ট। তবে গোলপার্থক্যে পিছিয়ে থাকায় দুই নম্বরে রয়েছে স্যুইৎজারল্য়ান্ড। সোমবারের ম্যাচে সার্বিয়া ও ক্যামেরুন - দুই দলের কাছেই ছিল গুরুত্বপূর্ণ। তবে ম্যাচ ড্র হওয়ায় দুই দলই চাপে রইল। ২ ম্যাচের একটিতে হেরে ও একটি ড্র করে এক পয়েন্ট ক্যামেরুনের। সার্বিয়ার ঝুলিতেও এক পয়েন্ট। তবে গোলপার্থক্যে পিছিয়ে থাকায় চারে রয়েছে সার্বিয়া।
ম্যাচে প্রথম গোল করে এগিয়ে গিয়েছিল ক্যামেরুনই। প্রথমার্ধের ২৯ মিনিটে। পিয়ের কুন্ডের কর্নার থেকে গোল করেন জঁ চার্লস কাসতেলেত্তো। তবে দ্রুত সমতায় ফেরে সার্বিয়া। প্রথমার্ধের ইনজুরি টাইমে স্ত্রাইঞ্জা পাভলোভিচ গোল করে ১-১ করেন।
তিতের কৌশল
ব্রাজিলের ফুটবলারদের মানসিকভাবে উদ্বুদ্ধ করতে অভিনব পন্থা নিলেন তিতে (Tite)। ব্রাজিলীয় ফুটবলারদের ঘরে ঘরে টাঙিয়ে দিলেন রোনাল্ডো (সিনিয়র), রোমারিওদের ছবি। সেই সঙ্গে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বের অনুপ্রেরণামূলক বার্তা।
ব্রাজিলের একটি প্রথম সারির সংবাদমাধ্যমের খবর, নেমার-রিচার্লিসনদের সঙ্গে যে মনোবিদ ছিলেন, তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্টের মনে হয়েছে, ফুটবলারদের উদ্বুদ্ধ করার জন্য কোচ তিতেই যথেষ্ট। সেই কারণেই এই সিদ্ধান্ত।
এরপরই ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছেন তিতে। যার মধ্যে অন্যতম, নেমার-রিচার্লিসনদের ঘরে ঘরে রোনাল্ডো (সিনিয়র), রোমারিওদের মতো ব্রাজিলীয় কিংবদন্তিদের ছবি টাঙানো হয়েছে। সেই সঙ্গে তাঁদের কীর্তির কথা মনে করিয়ে দেওয়া হয়েছে ফুটবলারদের। পাশাপাশি বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বদের উক্তি ছাপিয়ে তাও টাঙানো হয়েছে ফুটবলারদের ঘরে ঘরে।
আরও পড়ুন: এক ওভারে ৭ ছক্কা, বিজয় হাজারেতে অনন্য রেকর্ড রুতুরাজের






















