FIFA WC 2022 Mascot: ফিফা বিশ্বকাপের ম্যাসকট লা'ইবের বিষয়ে অজানা না না তথ্য
FIFA World Cup Mascot: চার বছর আগে জাবিভাকা রাশিয়া বিশ্বকাপের ম্যাসকট ছিল। সেই জায়গায় আসন্ন বিশ্বকাপের ম্যাসকট হল লা’ইব।
কাতার: আর সপ্তাহখানেকও বাকি নেই। আসন্ন রবিবার, ২০ নভেম্বর থেকে শুরু হবে ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2022)। এবারের বিশ্বকাপের ম্যাসকটের নাম ‘লা’ইব’ (La'eeb)। আরবী ভাষায় ‘লা’ইব’ কথার অর্থ হল বিশেষ দক্ষতাসম্পন্ন একজন খেলোয়াড়। আরবের মানুষের মতো পোশাক পরা একজনকে বল নিয়ে দেখা যাচ্ছে। কী এই ‘লা’ইব’?
লা’ইবের পোশাক
আরবী পোশাক পরিহিত লা’ইব, আরবীদের বিশেষ ধরনের পোশাক 'কেফিয়ে' থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। আরবী পুরুষরা এই ধরনের পোশাক পরেন। এবার যেহেতু প্রথমবারের জন্য কোনও আরবের দেশে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে, তাই আরবী পোশাক পরিহিত ম্যাসকটের মাধ্যমেই তাঁকে সেলিব্রেট করার পরিকল্পনা নিয়েছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘লা’ইব সবাইকে নিজের উপর ভরসা রাখার বিষয়ে উৎসাহ দিচ্ছে। সে সবাইকে ফুটবলের মাধ্যমে আনন্দ দেবে। সে অ্যাডভেঞ্চারপ্রিয়, মজাদার এবং সব বিষয়ে উৎসাহী।’
গোটা ফুটবল বিশ্বকাপ জুড়েই বিভিন্ন মাঠে লা’ইব সমর্থকদের স্বাগত জানাবে। এই ম্যাসকটের মাধ্যমে আরও বেশি তরুণ প্রজন্মকে ফুটবল খেলার বিষয়ে উৎসাহ প্রদান করার প্রচেষ্টায় রয়েছে ফিফা। উদ্যোক্তরা আশা করছেন এই ম্যাসকটের উদ্যমে কাতারে আগত সকল দেশের ফুটবল সমর্থকরাই আনন্দ পাবেন এবং সমথর্কদের মাতিয়ে রাখতে এই ম্যাসকট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। চার বছর আগে জাবিভাকা রাশিয়া বিশ্বকাপের ম্যাসকট ছিল। সেই জায়গায় আসন্ন বিশ্বকাপের ম্যাসকট হল লা’ইব।
বিশ্বকাপের পুরস্কারমূল্য
কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল অর্থাৎ বিশ্বকাপে বিজয়ী দল পাবে ৩৮ মিলিয়ন ইউরো। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক প্রায় ৩১৮ কোটি টাকার কাছাকাছি। রানার্স আপ অর্থাৎ ফাইনালে পরাজিত দল পাবে ২৭.২৭ মিলিয়ন ইউরো। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক প্রায় ২২৮ কোটি টাকার মত। তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দল পাবে যথাক্রমে ২৪.৪৫ মিলিয়ন ইউরো ও ২২.৬৪ মিলিয়ন ইউরো। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক যথাক্রমে ২০৫ কোটি টাকা ও ১৯০ কোটি। যেই দল কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাবে তারা পাবে ১৫.৪০ মিলিয়ন ইউরো। ভারতীয় টাকার অঙ্কে যার মূল্য প্রায় ১২৯ কোটি টাকা। রাউন্ড অফ ১৬-তে যেই দল বেরিয়ে যাবে তারা পাবে ১১.৭ মিলিয়ন ইউরো যা ভারতীয় অঙ্কে প্রায় ৯৮ কোটি টাকার মত।