MS Dhoni Return: বিশ্বকাপে ব্যর্থতার পরেই ভারতীয় দলে ফিরতে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি?
Indian Cricket Team: গতবছর আমিরশাহিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনিকে ভারতীয় দলের মেন্টর হিসাবে নিয়োগ করা হয়েছিল। তবে খবর অনুযায়ী ভবিষ্যতে তাঁর দায়িত্ব বাড়তে পারে।
নয়াদিল্লি: অস্ট্রেলিয়ায় সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) ফের একবার হৃদয়ভঙ্গ হয়েছে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team)। সেমিফাইনালেই ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে পরাজিত হয়েছিল টিম ইন্ডিয়া। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে এখনও দুই বছর সময় রয়েছে। সেই বিশ্বকাপের আগে এবারের ব্যর্থতার ময়নাতদন্ত করে ভারতীয় বোর্ড প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেই আশা করা হচ্ছে। শোনা যাচ্ছে ভারতীয় বোর্ড দলের ভাগ্য বদল করতে মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni) ফেরাতে আগ্রহী।
ধোনির প্রত্যাবর্তন
খবর অনুযায়ী, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের ভাগ্য ফেরাতে ধোনিকে কোনও না কোনও গুরুত্বপূর্ণ পদে দলের সঙ্গে যুক্ত করতে আগ্রহী বিসিসিআই। অনেকেই মনে করছেন পরের মরসুমের আইপিএলের পরেই খেলোয়াড় হিসাবে বুট জোড়া তুলে রাখবেন ধোনি। ৪১ বছর বয়সি ধোনির অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ভারতীয় টি-টোয়েন্টি দলের ভাগ্য বদল করার লক্ষ্য়ে বিসিসিআই। এ মাসের শেষের দিকেই বিসিসিআইয়ের অ্যাপেক্স কমিটির বৈঠক বসবে। সেখানে এই বিষয়ে আলোচনা হতে পারে বলেই খবর। যদিও ঠিক কবে এই বৈঠক হবে সেই দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি।
বিশেষ ভূমিকা
অনেক বিশেষজ্ঞই মনে করছেন রাহুল দ্রাবিড়ের পক্ষে তিন ফর্ম্যাটে কোচের দায়িত্ব পালন করাটা বেশ কঠিনই হচ্ছে। সেই কারণেই ভিন্ন ফর্ম্যাটে ভিন্ন ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার পরামর্শও অনেক বিশেষজ্ঞই দিয়েছেন। সম্ভবত সেই ধারণা থেকেই ধোনিকে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে। গতবছর আমিরশাহিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনিকে ভারতীয় দলের মেন্টর হিসাবে নিয়োগ করা হয়েছিল। তবে খবর অনুযায়ী ভবিষ্যতে তাঁর দায়িত্ব বাড়তে পারে। বিশেষ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কাজ করে তাঁদের টি-টোয়েন্টি ক্রিকেটে আরও ভাল পারফর্ম করতে সাহায্য করার দায়িত্ব আসতে পারে ধোনির কাঁধে। যদিও গোটা বিষয়টাই এখনও জল্পনার পর্যায়ে রয়েছে এবং এই বিষয়ে পাকাপাকিভাবে কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি।
আগামী মরসুমেও সিএসকের হলুদ ব্রিগেডের হয়েই খেলতে দেখা যাবে রবীন্দ্র জাডেজাকে। সিএসকের ধরে রাখা খেলোয়াড়দের তালিকায় জাডেজার নাম রয়েছে। নাম রয়েছে মহেন্দ্র সিংহ ধোনিরও। ধোনির সঙ্গেও জাডেজার সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল। ধোনি আদৌ আইপিএলে খেলবেন কি না, সেই নিয়েও ছিল প্রশ্নচিহ্ন। তবে ধোনি শুধু খেলবেনই না, তাঁকে পরের মরসুমের অধিনায়কও ঘোষণা করেছে সিএসেকে। এই পুরো বিষয়টি প্রকাশ্যে আসার পরেই রবীন্দ্র জাডেজা এক ইঙ্গিতপূর্ণ ট্যুইট করেন।
জাডজার পোস্ট করা ছবিতে ধোনির সঙ্গে একই ফ্রেমে জাডেজাকেও দেখা যাচ্ছে। নিজের ছবি ক্যাপশনে জাডেজা লেখেন, 'সব ঠিকঠাক আছে। নতুন শুরু।' এই পোস্টের মাধ্যমে জাডেজা তাঁর ও ধোনির সম্পর্ক যে ঠিকঠাক রয়েছে সেটাই দাবি করেন। তবে আরেকদিকে প্রশ্ন উঠছে, তাহলে কি কোনও সময় সত্যিই এই দুই মহাতারকার মধ্যে বিভেদ তৈরি হয়েছিল? তার উত্তর ধোনি বা জাডেজাই দিতে পারেন।
আরও পড়ুন: গত মরসুমে ছিলেন অধিনায়ক, নতুন মরসুমে দলেই ঠাঁই হল না কেন, ময়ঙ্কের